নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাননি বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। হুট করে পাকিস্তান সফর থেকে তাঁর সরে দাঁড়ানো ভালোভাবে নেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এত অল্প সময়ের মধ্যে মুশফিকের বদলী ক্রিকেটার পাওয়াটা কঠিন ছিল বলেই নাখোশ হয়েছেন তিনি।
মুশফিকের অনুপস্থিতিতে যথেষ্ট নাজেহাল হতে হয়েছে বাংলাদেশ দলকে। পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-.০ তে হেরে এসেছে তারা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই বাবর আজমদের কাছে পরাস্ত হয় মাহমুদউল্লাহরা। এই সিরিজে অভিজ্ঞ মুশফিকের অভাব ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ।
নাজমুল হাসান বলেন, ‘এই প্রথম দেখলাম মুশফিক এভাবে সরে দাঁড়ালো। এভাবে হঠাৎ করে যদি জানি তাহলে আমাদের জন্য সমস্যা। ওরা তো আমাদের মূল খেলোয়াড়। ওদের রিপ্লেসমেন্ট তো আমাদের তৈরি করতে হবে, এই কারণে তো সুযোগ দিতে হবে। কিন্তু হঠাৎ করে আগমুহূর্তে জানলে এটা আমাদের জন্য সমস্যা। সেটা আমি আলাপ করে যেটা বুঝেছি কয়েকজনের সঙ্গে। এটা একটা ইস্যু যেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সমাধানে আসতে হবে।’
কোনো সফরে না যেতে চাইলে ক্রিকেটারদের অন্তত ছয় মাস আগে জানানো উচিত বলে মনে করেন বিসিবি প্রধান। সেক্ষেত্রে নতুন কোনো ক্রিকেটারকে বদলী হিসেবে নির্বাচন করা সম্ভব হয়। কিন্তু মুশফিকের ক্ষেত্রে তেমনটি হয়নি বলেই কিছুটা হতাশ নাজমুল হাসান।
বোর্ড প্রধান বলেন, ‘হঠাৎ করে বললে আমাদের জন্য অসুবিধা। তাই আমাদের আগে থেকে জানতে হবে যেন আমরা একটি পরিকল্পনা করতে পারি। আগে বলতে ছয় মাস। কারণ দুটি তিনটি সিরিজ খেলে হঠাৎ একটি সিরিজ যদি না খেলি তাহলে হঠাৎ একটি ছেলেকে নতুন সিরিজে পাঠানো যায় না।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন