শিরোনাম

প্রচ্ছদ /   শেষ ম্যাচ ড্র করে দেশে ফেরার আগে যা বললেন অধিনায়ক মাহমুদুল্লাহ

শেষ ম্যাচ ড্র করে দেশে ফেরার আগে যা বললেন অধিনায়ক মাহমুদুল্লাহ

Avatar

সোমবার, জানুয়ারী ২৭, ২০২০

প্রিন্ট করুন

পাকিস্তান সফরে জয়ের দেখা না পেয়েই দেশে ফিরতে হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। এরকম হারের পরেও অধিনায়ক বলছেন সফরে তাদের একমাত্র প্রাপ্তি তামিম ইকবালের ব্যাটিং।

টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি রবিবার (২৬ জানুয়ারি) মিরপুরে সাংবাদিকদের সাথে কথা চলাকালে বলেছিলেন, তামিমের রানে ফেরায় তিনি খুশি তবে দেখতে চান আরও দ্রুত রান তোলা। অপরদিকে, অধিনায়ক বললেন, এই সিরিজের প্রাপ্তিই তামিমের ব্যাটিং!

অধিনায়ক রিয়াদের মতে পরিস্থিতি অনুযায়ী তামিমের ব্যাটিংয়ের ধরণ ঠিকই ছিল। বরং বাকি ব্যাটসম্যানরা তাকে সমর্থন দিতে না পারায় পিছিয়ে পড়তে হয়েছে দলকে। তবে আগের মতো আবারো উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না বলে দাবি করেছেন রিয়াদ।

প্রথম ম্যাচে তামিম করেন ১ ছয় ও ৪টি চারে ৩৪ বলে ৩৯ রান। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬৫ রান। তার ৫৩ বলের ইনিংসটিতে ছিল ১টি ছয় ও ৭টি চার।

অধিনায়কের ভাষায়, ‘প্রাপ্তির জায়গাটা একটু কম। তবে যদি শুধু প্রাপ্তির কথাটা বলতে হয়, আমি তামিমের ব্যাটিংয়ের কথায় বলবো। কারণ, উইকেটের আচরণ বুঝেই ও ব্যাটিং করেছে। কিন্তু পুরো ব্যাটিং ইউনিটের আমরা অতটা ভালো করতে পারিনি। উইকেটও অতটা ব্যাটিং সহায়ক ছিল না। কিন্তু তারপরেও আরও ভালো খেলে রান করার সামর্থ্য ছিল।’

ব্যাটসম্যানদের ব্যর্থতা মেনে নিলেও বোলারদের প্রশংসা করেছেন রিয়াদ, ‘প্রথম ম্যাচে বোলাররা ভালো করেছিল। দ্বিতীয় ম্যাচেও আমরা বড় সংগ্রহ করতে পারিনি। সবমিলিয়ে বলবো, টি-টোয়েন্টিতে আমাদের ব্যাটিংটা আরও ভালো হতে হবে।’

সবমিলিয়ে দলের পারফর্ম আরও ভালো হতে পারতো বলে মনে করেন রিয়াদ কিন্তু তাদের ব্যর্থতায় সেটা হয়নি, ‘তারা এক নম্বরে, অপরদিকে আমরা নয় নম্বরে। তবে অধিনায়ক হিসাবে আমি মনে করি অবশ্যই, আমরা আরও ভালো পারফর্ম করতে পারতাম। আমাদের দক্ষতা, প্রতিভা আছে কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। ওরা আমাদের থেকে অনেক ভালো খেলেছে।’

প্রসঙ্গত, সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন