প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ মাহমুদউল্লাহ রিয়াদের দল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামছে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে।
Toss delayed due to rain 🌧️#PAKvBAN
— Pakistan Cricket (@TheRealPCB) January 27, 2020
লাহোরে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টায়। তবে দুঃসংবাদ হচ্ছে লাহোরে হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে দেড়িতে শুরু হচ্ছে ম্যাচের টস।
এখনো বৃষ্টি আছে লাহোরের আকাশে। তাই নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হচ্ছে না। সর্বনিম্ন ৫ ওভার পর্যন্ত অপেক্ষা করবে আম্পায়াররা। যেখানে কার্টেল ম্যাচের জন্য স্থানীয় সময় ৪.৩০। যেখানে বাংলাদেশ সময়ানুযায়ী ৫.৩০ এর মধ্যে খেলা শুরু না হলে পরিত্যক্ত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ একাদশঃ
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেট রক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন