শিরোনাম

প্রচ্ছদ /   সিরিজ হেরে যাকে দোষালেন কোচ ডোমিঙ্গো

সিরিজ হেরে যাকে দোষালেন কোচ ডোমিঙ্গো

Avatar

শনিবার, জানুয়ারী ২৫, ২০২০

প্রিন্ট করুন

সিরিজের প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচের মধ্য দিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। আর নিজেদের পারফরম্যান্স নিয়ে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের একে রয়েছে পাকিস্তান আর র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছে বাংলাদেশ। র‍্যাঙ্কিং হিসাবে আকাশ-পাতাল তফাৎ দুই দলের মধ্যে। র‍্যাঙ্কিংয়ের মতো মাঠের পারফরম্যান্সেও আকাশ-পাতাল তফাৎ। কেননা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের মধ্যে প্রথম দুইটিতেই হেরেছে বাংলাদেশ।

দুই ম্যাচের মধ্যে প্রথমটিতে লড়াই করে হারলেও তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। আর নিজের শীর্ষদের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

“ম্যাচের ফলাফল নিয়ে যদি বলেন অবশ্যই আমি হতাশ। দ্বিতীয় ম্যাচের চেয়ে আমরা তাদের প্রথম ম্যাচে চ্যালেঞ্জ দিয়েছিলাম বেশি। এই পিচে ব্যাট করা মোটেও সহজ ছিল না। এইটা ১৫০-১৫৫ রানের উইকেট। আমার মনে হয় প্রথম ম্যাচে ১৫ রান কম করেছি এবং দ্বিতীয় ম্যাচে মনে হয় ২৫ রান কম করেছি। এজন্যই তারা র‍্যাঙ্কিংয়ের সেরা দল এবং আমরা নয়ে। এই মুহূর্তে দুই দলের মধ্যে অনেক পার্থক্য। সেটি স্কিল হোক, অভিজ্ঞতা হোক। এখনো অনেক দূর যাওয়া বাকি (টি-টোয়েন্টি ফরম্যাটে)।”

প্রথম দুই ম্যাচে পাকিস্তানের পেসাররা বেশ দাপট দেখিয়েছে। বলতে গেলে পেসারদের সামনে বেশ অসহায় ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। ম্যাচ হারলেও পাকিস্তানের পেসারদের প্রশংসা করেছেন ডমিঙ্গো সেই সাথে আশা করছেন ক্রিকেটাররা ভুল থেকে শিক্ষা নিবেন।

“পাকিস্তান সবসময় ভালো পেসার বের করে আনে বিশেষ করে এই ফরম্যাটে। তাদের মোকাবিলা করা খুবই কঠিন। তারা সুইং, সঠিন লাইন-লেন্থ ঠিক রেখে বল করতে পারে। আপনি যদি আমাদের ব্যাটিং লাইন-আপের দিকে তাকান তাহলে দেখবেন নাঈম, আফিফ, মেহেদি কেউই অতটা অভিজ্ঞ নয় এই ধরণের বোলারদের মোকাবিলার ক্ষেত্রে। আশা করছি এখান থেকে শিখতে পারব আমরা।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন