লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের তিন বল বাকি থাকতে পাঁচ উইকেটে হেরেছে টাইগাররা। তামিম-নাইমের ধীর সূচনার পর কেউ আর ঝড় তুলতে পারেননি লাহোরে। তাইতো ১৪১ রানের ছোট পুঁজি পায় বাংলাদেশ। বোলারদের দৃঢ়তায় ম্যাচটা শেষ ওভার পর্যন্ত গেছে। ফিল্ডিং নিয়েও অসন্তুষ্টি আছে টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ’র। রিয়াদের আফসোস,রানটা যদি আর অন্তত ১৫ বেশি হতো!
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, “ ভালো প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু উইকেটটা আমাকে অবাক করেছে। শট খেলা বেশ কষ্টকর ছিল এবং বল পুরানো হওয়ার পরে তো আরও কষ্টকর হয়ে উঠছিল। আমার মনে হয়, বোলাররা ভালো করেছে। আমাদের ইনিংসে ১৫ রানের মতো কম হয়ে গিয়েছিল, অনেক বাউন্ডারি দিয়ে ফেলেছি আমরা, শেষটা আরও ভালোভাবে করা যেত।”
তরুণ আমিনুল ইসলাম বিপ্লবের পাশাপাশি শফিউল-আল-আমিনদেরও প্রশংসা ঝড়েছে ক্যাপ্টের কন্ঠে।
“বিপ্লব দারুণ বোলিং করেছে এবং পেসাররাও। আমরা কয়েকটি সুযোগ নষ্ট করে ফেলেছি, যেগুলো মাঠে আরও ভালো ভাবে কাজে লাগাতে হবে।” যোগ করেন তিনি।
এছাড়া বহুল আলোচিত পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ। পরবর্তী ম্যাচে ঘুড়ে দাঁড়ানোই রিয়াদদের সামনে একমাত্র লক্ষ্য।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার/নাজমুল হোসাইন শান্ত, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন