আগামী ২৪-২৭ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। তবে এই সিরিজের আগে বাংলাদেশ দলকে ভয় পাচ্ছে পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান আহসান আলি। আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হতে পারে তার।
আহসান আলি মনে করেন , “আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাদের জন্য হুমকি বাংলাদেশ ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ।”টাইগারদের নিয়ে আহসান বলেন, “বাংলাদেশ কঠিন দল। তারা প্রচুর উন্নতি করেছে।
তাদের মাহমুদউল্লাহর মতো ব্যাটসম্যান রয়েছে। উনি খুবই মেধাবী ক্রিকেটার। নিজের দিনে সব আলো কেড়ে নিতে পারেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। ম্যাচের ভাগ্য লিখে কিংবা নির্ধারণ করে দিতে পারেন।”
এছাড়াও পাকিস্তান-বাংলাদেশ সিরিজটি একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে মনে করে তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের প্রথম শ্রেণির দল। এটি তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ হবে। ভক্ত-সমর্থকদের অনুরোধ করব আপনারা মাঠে আসুন, খেলা উপভোগ করুন এবং আমাদের সমর্থন করুন।
পাকিস্তান সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি;যাদের মধ্যে অন্তত ৫ জন ক্রিকেটার ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত ওপেন করে থাকেন। কিন্তু চাইলেই তো আর পাঁচ জনকেই ওপেনিংয়ে নামানো যাচ্ছে। সেক্ষেত্র রাসেল ডোমিঙ্গো ভাবছেন, মির্ডল অর্ডারে যারা ভালো করছে, তাদেরকে ওইখানেই রাখার।
ডোমিঙ্গো জানান,
“আমাদের দেখতে হবে,মির্ডল অর্ডরে অন্যরা কেমন করে। ভারতের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করা সৌম্য সরকার ৬ নম্বরেও ব্যাট করতে পারবে। রিয়াদ সম্ভবত ৫ নম্বরে, আফিফ উঠে আসতে পারে ৩ বা ৪ নম্বরে। সুতরাং এভাবেই আমাদের দেখতে হবে। শান্ত ভালোভাবে টুর্নামেন্ট (বিপিএল) শেষ করেছে। ফলে বেশ ভালো বিকল্প আছে আমদের হাতে। আপনি কেবল দুজনকে দিয়ে ওপেন করাবেন বাকিরা আপনার মিডল অর্ডার ঘাটতি পূরণ করবে।”
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন