শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএলে নতুন রেকর্ড আন্দ্রে রাসেলের ফাইনালে রাজশাহী

বিপিএলে নতুন রেকর্ড আন্দ্রে রাসেলের ফাইনালে রাজশাহী

Avatar

বুধবার, জানুয়ারী ১৫, ২০২০

প্রিন্ট করুন

দ্বিতীয় কোয়ালিফাইয়ে রাসেল ঝড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে দুই উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে গেল রাজশাহী রয়্যালস।

আগে ব্যাট করতে নেমে ১৬৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে তেমন কেউ দাড়াতে না পারলেও অধিনায়ক আন্দ্রে রাসেলের ২২ বলে ৭ ছক্কায় অপরাজিত ৫৪ রানে ৪ বল আগেই জয় তুলে নেয় পদ্মার পাড়ের দলটি।

মিরপুরে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন ক্রিস গেইল ও জিয়াউর। কিন্তু ইরফানের বলে শুরুতে বলে বোল্ড হয়ে ৬ রান করে ফিরেন জিয়াউর। সেই সাথে এদিন আর দাড়াতে পারেনি ইমরুল। রাসেলের বলে ৫ রানে করে ফিরেন কায়েস।

তবে অপর পাশে থাকা ক্রিস গেইল ২২ বলে তুলে নেন ঝড়ো অর্ধশতক। কিন্তু ফিফটি করে বেশিসময় থাকতে পারলেন না গেইল। আফিফের দুর্দান্ত বলে বোল্ড হয়ে ফিরেন তিনি। যাওয়ার আগে ৫ ছক্কা ও ৬ চারে ২৪ বলে করেন ৬০ রান। এরপর পর ধস নামান নেওয়াজ। ১৮ বলে ২৩ রান করা মাহমুদউল্লাহকে ফেরান এবং একই ওভারে (০) রানে ফেরান নুরুল হাসান সোহানকে।

সংক্ষিপ্ত স্কোর:
চট্রগ্রাম চ্যালেঞ্জার্স: ১৬৪/৯ (২০)
গেইল ৬০, মাহমুদউল্লাহ ৩৩, গুনারত্নে ৩৩।
ইরফান ২/১৬, নেওয়াজ ২/১৩।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশঃ
জিয়াউর রহমান, ক্রিস গেইল, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, চ্যাডউইক ওয়ালটন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), রুবেল হোসেন, নাসুম আহমেদ, রায়াদ এমরিট, মেহেদি হাসান রানা, আসেলা গুনারত্নে।

রাজশাহী রয়্যালস একাদশঃ
লিটন দাস, ইরফান শুক্কুর, শোয়েব মালিক, আফিফ হোসেন ধ্রুব, আন্দ্রে রাসেল (অধিনায়ক) মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ইরফান, অলক কাপালি, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন