শিরোনাম

প্রচ্ছদ /   কুমিল্লাকে উড়িয়ে দিয়ে সেমিতে খুলনা দেখেনিন সর্বশেষ পয়েন্ট টেবিল

কুমিল্লাকে উড়িয়ে দিয়ে সেমিতে খুলনা দেখেনিন সর্বশেষ পয়েন্ট টেবিল

Avatar

শুক্রবার, জানুয়ারী ১০, ২০২০

প্রিন্ট করুন

কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মুশফিক-মিরাজ ঝড়ে মিরপুরে বিপিএলের সর্বোচ্চ ২১৯ রানের রেকর্ড গড়ে খুলনা টাইগার্স। আর এই বিশাল লক্ষ্যে কুমিল্লাকে দারুণ বোলিংয়ে ১২৬ রানে আটকে দিয়ে ৯২ রানের জয় তুলে নিয়ে চতুর্থ দল হিসেবে বঙ্গবন্ধু বিপিএলের প্লে অফ নিশ্চিত করে খুলনা। আর এই ৯২ রানের জয় বিপিএলের ইতিহাসে রানের হিসেবে ষষ্ট বড় জয়।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। ৩৩ রানেই সাজঘরে ফেরেন শান্ত এবং রাইলি রুশো। তবে এর প্রভাব খুব একটা পড়েনি মুশফিক এবং মিরাজের কারণে। দারুণ প্রতিরোধ গড়ে দুই জনেই তুলে নেন অর্ধশতক।

ম্যাচের ১৮.৩ ওভারে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মিরাজ। কিন্তু তাঁর আগে খেলেন ৪৫ বলে ৭৪ রানের দানবীয় ইনিংস। হাত চালাতে থাকেন মুশফিকও। নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে নিয়ে সচল রাখেন রানের চাকা। সেই সাথে ব্যাট চালাতে থাকেন শতকের লক্ষ্যে। কিন্তু আবারো হাতছাড়া করেন শতকের সুযোগ। ইনিংস শেষে অপরাজিত থাকেন মুশফিক (৯৮) এবং জাদরান (৭)। আর কুমিল্লা সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ২১৮ রান।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা টাইগার্স: ২১৮/২ (২০)
মুশফিক ৯৮* মিরাজ ৭৪ (রিটায়ার্ড হার্ট), রুশো ২৪।
মুজিব ১/১৮।

কুমিল্লা ওয়ারিয়র্স: ১২৬/৯ (২০)
থারাংগা ৩২, ফারদিন অনি ২২।
শহিদুল ৩/২৭।

ফাইল ছবি

খুলনা টাইগার্স একাদশঃ
নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামসুর রহমান শুভ, নাজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশঃ
স্টিয়ান ভ্যান জিল, উপুল থারাঙ্গা, সাব্বির রহমান, ডেভিড মালান (অধিনায়ক), সৌম্য সরকার, ইয়াসির আলী, আবু হায়দার রনি, মুজিব উর রহমান, সুমন খান, ফারদিন হাসান (উইকেটরক্ষক) ও ইরফান হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন