শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএলের ইতিহাসে নতুন রেকর্ড মুশফিক মিরাজের

বিপিএলের ইতিহাসে নতুন রেকর্ড মুশফিক মিরাজের

Avatar

শুক্রবার, জানুয়ারী ১০, ২০২০

প্রিন্ট করুন

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি খুলনা টাইগার্স আর কুমিল্লা ওয়ারিয়র্স। দুই দলের জন্য মহাগুরুত্বপূর্ণ এক লড়াই এটি। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা অধিনায়ক ডেভিড মালান।

টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই চতুর্থ বলে অভিষিক্ত এরফান হোসেনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ওপেন নাজমুল হাসান শান্ত। তবে এরপর মেহেদী হাসান মিরাজ কে সাথে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালান রাইলি রুশো।

১১ বলে তিনটি ছক্কার সাহায্যে ২৪ রান করে রাইলি রুশো আউট হলে দুই প্রান্ত থেকে ব্যাটিং তাণ্ডব চালান মেহেদী হাসান মিরাজ এবং অধিনায়ক মুশফিকুর রহিম। বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ ১৬৮ রানের পার্টনারশিপ গড়েন এই দুইজন।

এর আগে ১৫০ রানের রেকর্ড ছিল জনসন চার্লস এবং আন্দ্রে ফ্লেচার। ৪৫ বলে ৫ টি চার এবং চারটি সকাল সাহায্যে ৭৪ রান করে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মেহেদী হাসান মিরাজ। তবে অন্য প্রান্ত থেকে ব্যাটিং তাণ্ডব চালান মুশফিকুর রহিম। ৫৭ বলে ১৩ টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৯৮ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। ২০ ওভারে কুমিল্লাকে ২১৯ রানের টার্গেটে দেয় খুলনা।

দুই দলেরই চোখ সুপার ফোরে। খুলনা টাইগার্স এই লড়াইয়ে এগিয়ে থাকলেও আজ (শুক্রবার) তারা হারলে সুযোগ থাকবে কুমিল্লারও। কেননা সুপার ফোরের তিন দল নিশ্চিত হয়ে গেছে আগেই, চতুর্থ অবস্থান নিয়ে এখন লড়াই এই দুই দলেরই।

১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার চার নম্বরে আছে খুলনা। ১১ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট কুমিল্লার। তার আছে পাঁচ নম্বরে। আজ জিতলে কুমিল্লার হবে ১২ পয়েন্ট। শেষ ম্যাচে খুলনা হেরে গেলে রানরেটে পেছনে ফেলার সুযোগ থাকবে তাদের। তবে আজ খুলনা জিতে গেলে শেষ চার নিশ্চিত হয়ে যাবে তাদের।

কুমিল্লা একাদশ : স্টিয়ান ফন জিল, উপুল থারাঙ্গা, সাব্বির রহমান, ডেভিড মালান (অধিনায়ক), সৌম্য সরকার, ইয়াসির আলি, আবু হায়দার, মুজিব উর রহমান, সুমন খান, ফারদিন হাসান, ইরফান হোসেন।

খুলনা একাদশ : নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রাইলি রুশো, মুশফিকুর রহীম (অধিনায়ক), শামসুর রহমান, নাজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিংক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন