শিরোনাম

প্রচ্ছদ /   কুমিল্লার বিশাল জয়ে উল্টে গেল পয়েন্ট টেবিল

কুমিল্লার বিশাল জয়ে উল্টে গেল পয়েন্ট টেবিল

Avatar

মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২০

প্রিন্ট করুন

চলমান বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের শেষ ম্যাচেও সমর্থকদের হতাশ করলেন সিলেট থান্ডার। আসরের ৩৫তম ও নিজেদের ১২তম ম্যাচে কুমিল্লার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে তারা। টসে হেরে ব্যাট করতে নেমে মামুলি পুঁজি সংগ্রহ করতে সমর্থ হয় সিলেট থান্ডার। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করে সিলেট। জবাবে ডেভিড মালান এর ৫৮ এবং সৌম্য সরকারের ৫৩ রানে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় কুমিল্লা।

টসে হেরে ব্যাট করতে নেমে ধীর শুরু করে সিলেট ওপেনার আন্দ্রে ফ্লেচার ও আব্দুল মজিদ। পাওয়ার প্লের শেষ ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৭ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। ২২ বল খেলে ২৫ রান করতে সমর্থ হন এই ব্যাটসম্যান।

জনসন চার্লস বোলারদের উপর চড়াও হলেও ইনিংস বড় করতে পারেননি। ১৫ বলে ২৬ করে সাজঘরে ফেরেন তিনি। ফ্লেচারের পর চার্লসকেও সাজঘরে ফেরান আল আমিন হোসেন।

এরপর আব্দুল মজিদ ও মোহাম্মদ মিঠুন দেখেশুনে খেলতে গেলে শ্লথ হয়ে যায় সিলেটের রানের গতি। ২৫ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন মিঠুন।

শেষ দিকে জীবন মেন্ডিসের ১১ বলে ২৩ ও আব্দুল মজিদের ৪০ বলে ৪৫ রানের উপর ভর করে সিলেট ১৪১ রানে পৌঁছায়।কুমিল্লার পক্ষে আল আমিন হোসেন ও ডেভিড ওয়াইজ ২টি করে উইকেট পেয়েছেন । বাকি একটি উইকেট পেয়েছেন মুজিবুর রহমান।

পয়েন্ট টেবিল-

ফাইল ছবি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন