বঙ্গবন্ধু বিপিএলে ৮ ম্যাচে মোটে ১ জয় সিলেট থান্ডারের। কার্যত শেষ হয়ে গেছে প্লে-অফের স্বপ্ন। নিজেদের ঘরের মাঠে খেলতে এখন সিলেট অবস্থান করছে দলটি। সেখানেই নিজের দল নিয়ে অসহায়ত্বের কথা শোনালেন হার্শেল গিবস।
ফ্র্যাঞ্চাইজিদের সাথে দেনদরবার না হওয়াতে এবার বিকল্প পথে হেঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের অর্থায়নে আয়োজন করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসর। যার নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু’ বিপিএল। এই টুর্নামেন্টের জন্য গত ১৭ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট।
এই ড্রাফটে উপস্থিত ছিলেন না সিলেট থান্ডারের হেড কোচ গিবস। মূলত টুর্নামেন্ট শুরুর দিন দুয়েক আগে বাংলাদেশ এসে স্কোয়াড সহ সিলেট দল বুঝে পেয়েছেন তিনি। আর এতেই আক্ষেপ গিবসের। টুর্নামেন্টে দল হিসেবে সাফল্য না পাওয়ার জন্য এটাকেই কাঠগড়ায় তুলছেন তিনি।
এই প্রসঙ্গে গিবস বলেন, ‘দুর্ভাগ্যবশত আমি ড্রাফটের সময় ছিলাম না। আমি মূলত হস্তান্তরিত একটি স্কোয়াড পেয়েছি। আমি যদি সেখানে থাকতাম তবে দুজন বাঁহাতি ব্যাটসম্যান, দুজন বাঁহাতি পেসার নিতাম। আমাকে শুধু স্কোয়াডটা দেওয়া হয়েছে, কোচ হিসেবে প্রতিপক্ষকে চাপে ফেলার কোনো রসদ আমার কাছে নেই।’
‘ডানহাতি-বাঁহাতি ব্যাটসম্যান কম্বিনেশন প্রতিপক্ষের বোলিং আক্রমণকে সমস্যায় ফেলতো, কিন্তু আমরা সেটা পারছি না। একজন বাঁহাতি ব্যাটসম্যান ছাড়া এমন স্কোয়াড আমি খুব কম দেখেছি। মান বজায় রাখা স্কোয়াডে টপ ছয় ব্যাটসম্যানের অন্তত দুজন বাঁহাতি লাগবেই প্রতিপক্ষের চাপ তৈরিতে। কিন্তু আমার কাছে তেমন কিছু নেই। যারা আছে তারা যদি ম্যাচের পরিস্থিতি বোঝার মানসিকতা রাখত তাও হতো।’ সাথে যোগ করেন তিনি।
দলে বাঁহাতি ব্যাটসম্যান বা বোলারের পাশাপাশি জুতসই স্পিনারের অভাবও বোধ করছেন গিবস। দলের স্পিনারদের সৃষ্টিশীলতার সামর্থ্যর প্রশ্ন তুলে রশিদ খানের উদাহরণ দাঁড় করিয়েছেন তিনি।
গিবস জানান, ‘উইকেট খুবই ভালো। তবে যদি কোয়ালিটি স্পিনার থাকত, তারা বেশ দক্ষতার সাথে সামলাতে পারত লাইন লেংথ ঠিক রেখে। দিনশেষে আপনার সামর্থ্য প্রমাণ করতে হবে সৃষ্টিশীলতা দিয়েই, এসব জায়গায় বেশ উন্নতি করতে হবে। অনেক স্পিনারই আছে যাদের কাছে উইকেট ফ্যাক্টর না। আপনি রশিদ খানের কথা বলতে পারেন, সে যেকোন উইকেটে ভালো করে। এটা হচ্ছে কোয়ালিটি স্পিন।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন