২০১০ থেকে ১০১৯ এই একদশকের সেরা ওয়ানডে একাদশ নির্বাচন করেছে যুক্তরাজ্য ভিত্তিক জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো। যেখানে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের এই অলরাউন্ডার দুই বছরের (এক বছর স্থগিত নিষেধাজ্ঞা) জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ, কিন্তু তাতে ম্লান হচ্ছে না টাইগারদের হয়ে বিগত বছরগুলোতে তার পারফরম্যান্স।
২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়ানডেতে সাকিব করেছেন ৪২৭৬ রান এবং উইকেট পেয়েছেন ১৭৭টি। উইকেট শিকারের দিক থেকে শুধু লাসিথ মালিঙ্গার পেছনে রয়েছেন। সম্ভবত দশকের সেরা অলরাউন্ডার, অথবা বেন স্টোকসের পর দ্বিতীয় সেরা।
সাকিব ছাড়াও ওয়ানডে এই একাদশটি গড়া হয়েছে ৬টি বিভিন্ন দেশ থেকে আসা ক্রিকেটারের সমন্বয়ে। এরা হলেন−হাশিম আমলা, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেলর, মহেন্দ্র সিং ধোনি, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা ও ইমরান তাহির।
স্কোয়াডে ভারতের ক্রিকেটার রয়েছেন মোট ৩ জন। ধোনি ছাড়া বাকি দুজন হলেন রোহিত শর্মা ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাও রয়েছে একাদশে। নিউজিল্যান্ড থেকে আছেন ২ জন ক্রিকেটার- রস টেলর ও ট্রেন্ট বোল্ট।
একনজরে ইএসপিএনক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে একাদশ
হাশিম আমলা, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেলর, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন