শিরোনাম

প্রচ্ছদ /   উইকেট সংগ্রাহকের দৌড়ে শীর্ষে মুস্তাফিজ মেহেদী দেখেনিন সর্বশেষ তালিকা

উইকেট সংগ্রাহকের দৌড়ে শীর্ষে মুস্তাফিজ মেহেদী দেখেনিন সর্বশেষ তালিকা

Avatar

বুধবার, জানুয়ারী ১, ২০২০

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাট-বলের লড়াই জমে উঠেছে। রাউন্ড রবিন লিগের শেষদিকে এসে জমে উঠেছে পয়েন্ট টেবিলও। কারা হবে শীর্ষ চার দল, এই ভবিষ্যদ্বাণীর সাথে চলছে ব্যাটিং আর বোলিংয়ে কারা হবেন টুর্নামেন্টের শীর্ষ রান আর উইকেট সংগ্রাহক সেই আলোচনাও।

বিদায়ী বছরের শেষ দিন পর্যন্ত মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম ও বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের ২৮টি ম্যাচ। ম্যাচের হিসাব অনুযায়ী শুরু হতে চলেছে আসরের দ্বিতীয়ার্ধ। তাই তুমুল লড়াই চলছে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সেও।

২ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্বের খেলা। তার আগে রান সংগ্রাহকদের দিক থেকে শীর্ষে রয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক ডেভিড মালান। যদিও ব্যক্তিগত কারণে তাকে ছাড়তে হয়েছে বিপিএল, ফিরে গেছেন দেশে।

রান সংগ্রাহকদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। ইমরুল কায়েসকে ‘ওভারটেক’ করে তামিম ইকবালই এখন আসরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে দুজনের রানের ব্যবধান অল্প বলে ইমরুল পাচ্ছেন শীঘ্রই তামিমকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

উইকেটশিকারিদের মধ্যে শীর্ষ পাঁচের চারজনই বাংলাদেশি। মেহেদী হাসান রানা এখনো আসরের সর্বোচ্চ উইকেটশিকারি। তবে তার সাথে ব্যবধান কমিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সাথে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও সৌম্য সরকার।

একনজরে দেখে নেওয়া যাক, ২৮টি ম্যাচ শেষে বিপিএলের শীর্ষ পাঁচ উইকেট সংগ্রাহক কারা-

নাম ম্যাচ উইকেট সেরা বোলিং
১. মেহেদী হাসান রানা ১৪ ২৩/৪
২. মুস্তাফিজুর রহমান ১২ ১০/৩
৩. শহিদুল ইসলাম ১২ ২৩/৪
৪. সৌম্য সরকার ১১ ১২/২
৫. লুইস গ্রেগোরি ১১ ২৫/২

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন