শিরোনাম

প্রচ্ছদ /   ওয়াটসনের যে কথায় পাল্টে গেলেন মুস্তাফিজ

ওয়াটসনের যে কথায় পাল্টে গেলেন মুস্তাফিজ

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯

প্রিন্ট করুন

অনেক কারণে আর সব কিছু মিলে তারই এ মুহুর্তে বাংলাদেশের এক নম্বর পেসার থাকার কথা। আন্তর্জাাতিক ম্যাচে বাংলাদেশের ব্যাটিং মানেই যেমন মুশফিকুর রহীম আর তামিম ইকবাল, অলরাউন্ডার বলতেই যেমন সাকিব আল হাসানকে বোঝায়- ঠিক তেমনি পেস বোলিং ডিপার্টমেন্টের প্রসঙ্গ আসলে মোস্তাফিজুর রহমানের কথা ওঠা উচিত।

দেশের এক নম্বর স্ট্রাইকবোলার হিসেবে কোন দিকে না তাকিয়ে মোস্তাফিজুর রহমানের নামই বলার কথা। মোস্তাফিজ মানেই সব ব্যাটসম্যানের সামনে এক ‘ মূর্তিমান আতঙ্ক’!

কিন্তু কঠিন সত্য হলো, বাস্তব অবস্থাটা মোটেই অমন নয়। হোক তা জাতীয় দলের হয়ে কিংবা দেশের ক্রিকেটে, মোস্তাফিজ আগের মতো আর বল হাতে আগুন ঝরাতে পারছেন না, ঘাম ছুটাতে পারছেন না ব্যাটসম্যানদের।

এবারের বিপিএলে এই আসরে রংপুরের হয়ে খেলছেন কাটার মোস্তাফিজ। আর একি দলে খেলছেন ওয়াটসনও। প্রথম থেকে বিপিএলের এই আসরে মুস্তাফিজ ছিল ব্যয় বহুল বোলার। ওয়াটসন দলের আসার পরেই ঘুরে যায় মুস্তাফিজের রং। এই ব্যাপারে কথা বলেছেন মোস্তাফিজ নিজেই।

খেলার মধ্যে একজন বোলারের সবচেয়ে বড় ব্যপার হলো আত্ববিশ্বাস ও সাহস নিয়ে কোনো ব্যাটসম্যান কে বল করা। আর মুস্তাফিজের মতে তাকে সাহস যুগিয়েছেন ওয়াটসন নিজেই।

এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘দিনে খেলা হলে আমার জন্য ভালো হয়। দিনে খেলা থাকার কারণে আজ ভালো বল হয়েছে। চেষ্টা করছি আরো ভালো করতে।’

রাতে সাফল্য না পাওয়া প্রসঙ্গে তরুণ এই পেসার বলেন, ‘আমার সেরা অস্ত্রটা কাটার। দিনের বেলায় শুকনো উইকেটে কাটার বেশ কার্যকর হয়। এজন্য দিনে পারফরম্যান্স ভালো হয়। আমাদের দলের ওয়াটসনও আমাকে সাহস যুগিয়েছেন।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন