দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা অংশ নিতে যাচ্ছেন বঙ্গবন্ধু বিপিএলে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরে তিনি খেলবেন খুলনা টাইগার্সের হয়ে।
বঙ্গবন্ধু বিপিএলের অর্ধেক ইতোমধ্যে মাঠে গড়িয়েছে। বেশিরভাগ দলই রাউন্ড রবিন লিগের অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলেছে। বাকি ম্যাচগুলোর উপর নির্ভর করছে কোন চারটি দল খেলবে প্লে-অফে।প্লে-অফের দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে খুলনা টাইগার্স। তবে দলের শক্তিমত্তা বাড়ানোর জন্য দলটি এবার হাত বাড়িয়েছে তারকা ও কিংবদন্তীতুল্য ক্রিকেটার আমলার দিকে।
দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানান। এখনো বিপিএলে খেলা হয়নি তার। এবারই প্রথম খেলবেন বাংলাদেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে।
৩৬ বছর বয়সী আমলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মাঠ মাতিয়েছেন। বিপিএলে প্রথম হলেও তাই টি-টোয়েন্টি লিগের অভিজ্ঞতা বেশ ভালোভাবেই আছে তার। অবসর নেওয়ার আগে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ১৬০টি টেস্ট, ১৮১টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ। ক্রিকেট বিশ্বে ব্যাটসম্যানদের অনেক রেকর্ডই তার দখলে রয়েছে।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১৫৪টি ম্যাচ খেলেছেন আমলা। রয়েছে ২টি শতক ও ২৭টি অর্ধ-শতক। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলকে ভালো শুরু এনে দিতে রাখতে পারেন কার্যকরী ভূমিকা। নিজ সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান এলে খুলনার শক্তি বেড়ে যেতে পারে কয়েকগুণ। কারণ হাশিম আমলার মত ক্রিকেটার যে একাই এনে দিতে পারেন জয়!
খুলনা টাইগার্স একাদশঃ রহমানুল্লাহ গুরবাজ/হাসিম আমলা, শামসুর রহমান শুভ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম (অধিনায়ক ও উইকেটরক্ষক), রাইলি রুশো, রবি ফ্রাইলিংক, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন