ক্রিকেট বিশ্বকে বড় ধাক্কা দিয়েছিল দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের অবসর। ফর্মের তুঙ্গে থাকা অবস্থান ডি ভিলিয়ার্স বিদায় জানান জাতীয় দলকে। এখনো দাপটের সাথে খেলে যাচ্ছেন বিভিন্ন ঘরোয়া লিগে। তাই তাকে যেন একটু বেশিই ‘মিস’ করে ক্রিকেট অঙ্গন!
বিশ্বকাপ দলে জায়গা চাননি ডি ভিলিয়ার্স!ভিলিয়ার্স
সেই ডি ভিলিয়ার্স সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রোটিয়া ক্রিকেটের নীতিমালা মানতে গিয়ে তাকে দলে নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট বা বোর্ড। তবে এবার মার্ক বাউচার দিলেন ডি ভিলিয়ার্সকে দলে ফেরানোর ইঙ্গিত।
সাবেক প্রোটিয়া ক্রিকেটার বাউচার দক্ষিণ আফ্রিকার নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগ পেয়েই তার লক্ষ্য সদ্য অবসর নেওয়া ক্রিকেটার ও কোলপ্যাক চুক্তিতে হারিয়ে যাওয়া পারফর্মারদের জাতীয় দলে ফিরিয়ে আনা।
তবে বাউচারের অধিন মনোযোগ ডি ভিলিয়ার্সের প্রতিই। সাবেক এই অধিনায়ককে জাতীয় দলে ফের যোগ দেওয়ার জন্য অনুরোধ করবেন তিনি।
বাউচার বলেন, ‘একজন কোচ হিসেবে অবশ্যই চাইবো সেরা তারকারা থাকুক দলে। আপনি যদি রাগবির দিকে তাকান, যেভাবে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হল; বিশ্বের অন্যান্য দেশে খেলে বেড়ানো খেলোয়াড়রা যে অভিজ্ঞতাটা দিয়েছে দলে, তা অমূল্য। একজন কোচ হিসেবে আমিও দলের গভীরতা বৃদ্ধিতে এই সুযোগটা নিতে চাই। এটা দলের সবাইকে নিজের অবস্থানের ব্যাপারে আরও সচেতন হওয়া শেখাবে।’বাউচার তাই দলে চান ডি ভিলিয়ার্সের মত অভিজ্ঞ ও বিখ্যাতদের।
তিনি বলেন, ‘আপনি যখন বিশ্বকাপ খেলতে যান, তখন চাইবেন যাতে সেরা খেলোয়াড়রা আপনার দলে খেলে। আমার যদি মনে সে (ডি ভিলিয়ার্স) আমার দলের অন্যতম সেরা খেলোয়াড়, তাহলে তার সঙ্গে কেনো কথা বলবো না? আমি মাত্রই দায়িত্বটা পেয়েছি। বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গেই কথা বলবো, দেখবো তাদের কী অবস্থা।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন