বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরের প্রথম ম্যাচেই অদ্ভুত নো বল আর কল্পনাহিন ওয়াইড দিয়ে বিপিএলে সবার সন্দেহের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল সিলেট থান্ডারের ক্যারিবীয় পেসার ক্রিশমার স্যান্টোকিকে। তবে তার বিরুদ্ধে তদন্তে অপরাধ খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্যারিবীয় এই পেসার বঙ্গবন্ধু বিপিএলে মোসাদ্দেক হোসেন সৈকত নেতৃত্বাদিন দল সিলেট থান্ডারের হয়ে খেলছেন। দল ও আসরের প্রথম ম্যাচেই তার বোলিংয়ে সন্দেহজনক আচরণ দৃশ্যত হয়। তারপরের ম্যাচে স্যান্টোকির অদ্ভুতভাবে রান আউট হওয়াও দাঁড়ায় কাঠগড়ায়। এমনকি খুলনা টাইগার্সের বিপক্ষে সিলেট থান্ডারের সর্বশেষ ম্যাচে তার ক্যাচ হাতছাড়া করার বিষয়টি নিয়েও সন্দেহ করেছেন অনেকে।
এমনকি এ নিয়ে সিলেট থান্ডারের পরিচালক ও বিসিবি পরিচালক তানজিল চৌধুরীও স্যান্টোকির আচরণে ফিক্সিংয়ের সন্দেহ করেছিলেন। দলের অন্য ক্রিকেটাররা এড়িয়ে চলছিলেন স্যান্টোকিকে। সবকিছু আমলে নিয়ে অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) স্যান্টোকির বিরুদ্ধে তদন্ত করে। তবে তদন্তে এমন কিছু পাওয়া যায়নি।
তাই এই যাত্রায় তাই পার পেয়ে যাচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেটার। তবে তদন্তে যেহেতু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, এ যাত্রায় বোধহয় আর ভোগান্তি পোহাতে হচ্ছে না ক্যারিবীয় পেসারকে।
স্যান্টোকির দলে অন্তর্ভুক্তি নিয়েও আছে অসন্তোষ। এবার না হয় তদন্তই বলছে স্যান্টোকি দোষী নন। কিন্তু সন্দেহের তীর বিঁধার পরও তাকে নিয়মিত একাদশে রেখেছিল সিলেট থান্ডার। প্লেয়ার্স ড্রাফ্ট থেকে তুলনামূলক কম বিখ্যাত এই ক্রিকেটারকে দলে টানা নিয়েও অসন্তোষ ছিল দলের অনেকের।
দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই তাই মনে সন্দেহ পুষেছিলেন- স্যান্টোকি ফিক্সিং করছেন। তবে তদন্তে যেহেতু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, এ যাত্রায় বোধহয় আর ভোগান্তি পোহাতে হচ্ছে না ক্যারিবীয় পেসারকে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন