শিরোনাম

প্রচ্ছদ /   মিথ্যে বলার অভিযোগে নিষিদ্ধ হচ্ছে দুই ভারতীয় ক্রিকেটার

মিথ্যে বলার অভিযোগে নিষিদ্ধ হচ্ছে দুই ভারতীয় ক্রিকেটার

Avatar

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯

প্রিন্ট করুন

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ভারতের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছেন শ্রেয়াশ আইয়ার ও শিবম দুবে। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মিথ্যা বলে ঘরোয়া লিগের ম্যাচ খেলা থেকে বিরত থেকেছন তারা।

ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট বলা হয়ে থাকে রঞ্জি ট্রফিকে। এই মৌসুমের রঞ্জি ট্রফির একটি ম্যাচ খেলার আগে শ্রেয়াশ ও শিবম জানিয়েছিলেন, এই সময়ে তাদের বিশ্রামে থাকতে বলা হয়েছে তাই তারা ম্যাচটি খেলতে পারবেন না। উক্ত ম্যাচে ১০ উইকেটের হার মানে তাদের দল মুম্বাই। তখনই শ্রেয়াশ ও শিবম না খেলার না খতিয়ে দেখতে যেয়ে ভিন্ন তথ্য পান মুম্বাই দলের কর্মকর্তারা।

গত ২৫ ডিসেম্বর শুরু হয়েছিল ম্যাচটি। রেলওয়ের কাছে তিন দিনেই ১০ উইকেটের হার মানে মুম্বাই। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা অভিযোগ করেন তাদের দলের শীর্ষ কয়েকজন দায়িত্ব নিয়ে না খেলায় দলের এই অবস্থা। শিবম ও শ্রেয়াশের বিশ্রামের ব্যাপারেও তাদেরকে ভুল তথ্য দেয়া হয়েছে বলে জানান।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলেন এই দুই ক্রিকেটার। এরপরে ভারতের খেলা আবার শ্রীলঙ্কার বিপক্ষে সামনের জানুয়ারিতে। তাই আগে জানা গিয়েছিল জাতীয় দলের জন্য আগামী ৩ জানুয়ারি থেকে আবারো ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে না তাদের। কিন্তু তার আগেই বিশ্রামের কথা বলে মুম্বাইয়ে তাদের না খেলার ব্যাপারের সত্যতা জানতে জাতীয় দলের সাথে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, তাদেরকে ছুটি দেয়া হয়নি।

মুম্বাইয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘তারা আমাদের বলে, তাদেরকে বিসিসিআই থেকে বিশ্রাম নিতে বলা হয়েছে। আমরা নির্বাচকদের সাথে যোগাযোগ করলে বলেছেন, এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি। তাহলে ওদের কে বিশ্রাম দিলো?

ভারতীয় দলের ফিজিও নাকি ট্রেইনার? নাকি তারা নিজেরাই নিজেদের বিশ্রাম দিয়েছে বোর্ডের দোহায় দিয়ে? কেউই এটা মেনে নিচ্ছে না। পরবর্তী সভায় এই বিষয়টা তোলা হবে। আমরা শিগগিরই ব্যবস্থা নেব।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন