শিরোনাম

প্রচ্ছদ /   মিচেল স্টার্কের মতো দূর্দান্ত পেসার খুঁজে পেল বাংলাদেশ

মিচেল স্টার্কের মতো দূর্দান্ত পেসার খুঁজে পেল বাংলাদেশ

Avatar

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯

প্রিন্ট করুন

বল হাতে দারুণ পারফর্ম করে চলেছেন যুব দলের পেসার মৃত্যঞ্জয় চৌধুরী। ইতোমধ্যেই বাংলাদেশের ভবিষ্যতে মিচেল স্টার্ক খ্যাতিও পেয়ে গেছেন এই পেসার। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সবচেয়ে এগিয়ে রয়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

আন্তর্জাতিক অনূর্ধ্ব ১৯ ওয়ানডেতে সকল দেশের বোলারদের মাঝে এই বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশের মৃত্যুঞ্জয় চৌধুরী। ১২ ম্যাচে ২৪ উইকেট রয়েছে তার ঝুলিতে।

বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকায় মাঠে গড়াবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ স্কোয়াড। দলে রয়েছে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার।

যারা গত এক দেড় বছরে তাদের ধারাবাহিক পারফরম্যান্সে প্রত্যাশার পারদটা নিয়মিত বাড়িয়েই চলেছেন। বোলিংয়ে যাদের দিকে নজর থাকবে তাদের মাঝে সবচেয়ে এগিয়ে রয়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

বৃহত্তর নইদায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশের কিশোররা। সেখানে প্রথম তিন দিনের ম্যাচের প্রথম দিনে দাপট বাংলাদেশের। বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় একাই ধসিয়ে দেন আফগানিস্তানের কিশোরদের ইনিংস।

নইদার মাঠকে নিজেদের হোম ভেন্যু বানিয়ে খেলা আফগানরা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তাদের দুই ওপেনার এনে দেন ভালো শুরু। ওপেন করতে নেমে অধিনায়ক ইজাজ করেছেন সর্বোচ্চ ১০০, আরেক ওপেনার সুলেমান আরবাজির ব্যাট থেকে আসে ৬৫ রানের ইনিংস।

৯২ রানে গিয়ে প্রথম উইকেট হারায় আফগানরা। দ্বিতীয় উইকেটেও আসে আরেকটি ভালো জুটি। ১৬২ রানে গিয়ে পড়ে দ্বিতীয় উইকেট। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন