প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি বঙ্গবন্ধু বিপিএলে মাঠে নামেন অস্ট্রেলিয়া দলের সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন। সাথে এই অলরাউন্ডারকে অধিনায়কের গুরুদায়িত্ব তুলে দেয় রংপুর রেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি। ব্যাট হাতে ব্যর্থতার পর অধিনায়কত্বেও ব্যর্থ ওয়াটসন। খুলনার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে রংপুর।
এদিন টসে জিতে মুশফিকের খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় শেন ওয়াটসন। ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিমের ফিফটিতে ১৮৭ রানের বড় পুঁজি পায় খুলনা। জবাব দিতে নেমে শুরু থেকে উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় রংপুর। যার শেষ পরিনতি হিসেবে ১৩০ রানে থামে তাদের ইনিংস।
আগের ৫ ম্যাচে মাত্র ১টি জয়। প্রতিটি ম্যাচই এখন যেন রংপুর রেঞ্জার্সের বাঁচা-মরার লড়াই। এমন জায়গায় দাঁড়িয়ে আরও একটি হারের স্বাদ নিলো দলটি। শেন ওয়াটসনকে নেতৃত্ব বুঝিয়ে দিয়েও পারলো না। মিরপুরে ওয়াটসনের দলকে ৫২ রানে হারিয়ে দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে মুশফিকুর রহীমের খুলনা।
১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই খুলনার বোলারদের চাপে ছিল রংপুুর রেঞ্জার্স। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন প্রথমবারের মতো বিপিএলে খেলতে নেমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১০ বলে মাত্র ৫ রান করে রবি ফ্রাইলিংকের শিকার হন তিনি।
আরেক ওপেনার নাইম শেখ চালিয়ে খেলছিলেন। কিন্তু ৯ বলে ২০ রান (৩ চার আর ১ ছক্কায়) করে মোহাম্মদ আমিরের কাছে ফিরতি ক্যাচ দেন তিনি। এরপর ক্যামেরুন ডেলপোর্ট (৯), ফজলে মাহমুদ (৪), মোহাম্মদ নবীও (৭) ব্যর্থতার পরিচয় দিলে হার বলতে গেলে নিশ্চিত হয়ে যায় রংপুরের। মাঝে ২৬ বলে ১ চার আর ৩ ছক্কায় লুইস গ্রেগরি ৩৪ রান করে সাজঘরের পথ ধরেন।
পরের ব্যাটসম্যানরা তেমন কিছুই করতে পারেননি। শেষদিকে ১১ বলে ১ চার আর ২ ছক্কায় ২১ রানের হার না মানা ইনিংস খেলেন মোস্তাফিজুর রহমান। রংপুরের ইনিংস থামে ৯ উইকেটে ১৩০ রানে।
ম্যাচ শেষে ওয়াটসন বলেন,” আমি আমাদের খেলোয়াড়দের মধ্যে ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি, আশা করি সুযোগ পেলে এরাই জ্বলে উঠবে মুস্তাফিজের বোলিং টা অনেক ভালো ছিল।আমরা জয়ে ফিরার চেষ্টা করব।”
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন