শিরোনাম

প্রচ্ছদ /   রান সংগ্রাহকের দৌড়ে কায়েস তামিম মুশফিক দেখেনিন তালিকা

রান সংগ্রাহকের দৌড়ে কায়েস তামিম মুশফিক দেখেনিন তালিকা

Avatar

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০১৯

প্রিন্ট করুন

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২২ তম ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ৫২ রানে হারিয়েছে খুলনা টাইগার্স।এদিন রংপুর রেঞ্জার্স অধিনায়ক শেন ওয়াটসন খুলনাকে ব্যাটিং আমন্ত্রণ করে। টস হেরে ব্যাট করতে নেমে খুলনার ইনিংসের গোড়াপত্তন করতে আসেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী মিরাজ। শুরুটা দুর্দান্ত করলেও দলীয় ২৩ রানের মাথায় মোস্তাফিজের কাটারে ফিরেন ৩ চারে ১২ রান করা মিরাজ।

এর পরের বলে আগের ম্যাচের দুর্দান্ত খেলা রুশো ফিরেন শূন্য রানে। সেই সাথে ১ ছক্কা ও ৩ চারে ৩০ রান করেন শান্ত। এরপর ৮৪ রানের দুর্দান্ত জুটি গড়েন মুশফিকুর রহিম ও নাজিবুল্লাহ। ১ ছক্কা ও ৬ চারে ২৬ বলে ৪৪ রান করে ফিরেন নাজিবুল্লাহ। শেষ দিকে মুশফিকের মাত্র ৪৮ বলে ২ ছক্কা ও ৪ চারে ৫৯ রানের ইনিংসের উপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান জড়ো করেন খুলনা টাইগার্স।

জবাবে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন বিপিএলে অভিষিক্ত হওয়া শেন ওয়াটসন। এই অজি ক্রিকেটার অভিষেক ম্যাচে অধিনায়কের দায়িত্ব নিয়ে ব্যাট হাতে করেন ১০ বলে ৫ রান।

ওয়াটসন ফিরলেও বেশি সময় দলকে এগিয়ে নিতে পারেননি আরেক ওপেনার নাঈম শেখ। ১ ছক্কা ও ৩ চারে ৯ বলের মোকাবেলায় ২০ রানে আমিরের বলে ফিরেন বাঁহাতি এই ওপেনার। এরপর আর কেউ দাঁড়াতে পারে নাই।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর রেঞ্জার্স। গ্রেগরি ২৬ বলে ৩৪ রান ও শেষ দিকে মোস্তাফিজের ১১ বলে২১ রানের মাথায় নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে রংপুর রেঞ্জার্স।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা-

ফাইল ছবি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন