শিরোনাম

প্রচ্ছদ /   ইমরুলকে জীবন দিলেন মাশরাফি

ইমরুলকে জীবন দিলেন মাশরাফি

Avatar

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০১৯

প্রিন্ট করুন

ব্যাট হাতে আজও চমৎকার করেছেন ইমরুল কায়েস। অাজকের দিনের প্রথম ম্যাচে ঢাকাকে হারিয়ে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। অপরাজিত ফিফটি করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন চট্টগ্রাম অধিনায়ক ইমরুল কায়েস। অথচ তিনি ফিরে যেতে পারতেন রানের খাতা খোলার আগেই! কিন্তু ঢাকার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার মহানুভবতায় সাজঘরে ফিরতে হয়নি তাকে। ম্যাচ শেষে এমন করার কারণও জানিয়েছেন ম্যাশ।

মূল ঘটনা ঘটে চট্টগ্রাম ব্যাট করার সময়। প্রথমে ব্যাট করে খুব বেশি রান করতে পারেনি ঢাকা। মামুলি লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই উইকেট হারায় চট্টগ্রাম। এ অবস্থায় ক্রিজে ছিলেন ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটন।

ইনিংসের চতুর্থ ওভারে মাহেদী হাসানের বল ঠেকিয়েই একটু এগিয়ে যান কায়েস। এ সময় ঢাকার মুমিনুল হক দ্রুতগতিতে দৌড়ে এসে স্ট্যাম্পে বল লাগিয়ে দেন। পপিং ক্রিজে ব্যাট না রেখে এগিয়ে যাওয়ায় তাকে আউট দেয়ার দাবি জানায় ঢাকার খেলোয়াড়রা।

ক্রিকেটের আইন অনুসারে কায়েসকে আউটও দিয়ে দেন আম্পায়াররা। তবে এখানে বাধা হয়ে দাঁড়ান খোদ ঢাকার ক্যাপ্টেন মাশরাফী। তিনি সবাইকে যার যার জায়গায় যেতে বলেন এবং আউটের আবেদন তুলে নেন। ফলে এই ঘটনা আর বেশি দূর গড়ায়নি। উল্টো জীবন পান কায়েস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফীকে প্রশ্ন করা হয়, ইমরুলকে রানআউট করেও কেন নিলেন না? আবার ব্যাট করার সুযোগ দেয়া হলো কেন?

এসময় কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন ইমরুলও। কারণ ব্যাখ্যা করার আগে মাশরাফি তার দিকে হাত তুলে বলে ওঠেন, ‘টু বি অনেস্ট, একটা ফিল্ডিং দল আউটটা নিতে পারে। ইমরুল শ্যুড লার্ন দ্য ম্যানারস। ও কিন্তু ধন্যবাদও বলেনি (হাসি)।’ অবশ্য তখন সঙ্গে সঙ্গে ‘ধন্যবাদ ভাই’ বলে ওঠেন ইমরুল।

দুষ্টুমি শেষে ঢাকা প্লাটুনের অধিনায়ক বলেন, তিনি নিজে এবং তামিম ইকবালের মত সিনিয়র মোস্ট ক্রিকেটার ফিল্ডিং দলে থাকার পর ওমন আউট নেয়া খুব শোভন দেখায় না। তাই আউট হবার পরও ইমরুলকে ব্যাট করার সুযোগ করে দেয়া।

মাশরাফী বলেন, ‘ক্রিকেটীয় নিয়মে গেলে কিন্তু থার্ড আম্পায়ার আউট দিতে পারতো। আমার মনে হয় তামিম খেলছে, আমি খেলছি। এমন একটা আউট নেব, সেটা কিন্তু ভালো দেখায় না। তাই নেইনি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন