বঙ্গবন্ধু বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি ভালো করতে পারছে না রংপুর। বিপিএলে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জয়লাভ করেছে রংপুর রেঞ্জার্স। প্রথমে আফগানিস্তানে অলরাউন্ডার মোহাম্মদ নবীর নেতৃত্বে সবকটি ম্যাচে হেরেছে রংপুর। এরপর অধিনায়কত্ব পরিবর্তন করে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে প্রথম জয়ের মুখ দেখা ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স।
শুক্রবার ঢাকা পর্বের শুরুর ম্যাচেই পাচ্ছে শেন ওয়াটসনকে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বৃহস্পতিবার রাত ৯টা ৩৫মিনিটে পৌঁছাবেন ঢাকায়।
বিপিএলে শুক্রবার সন্ধ্যা সাতটার ম্যাচে রংপুরের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। চট্টগ্রামে শেষ দুটি ম্যাচে হেরে ঢাকা পর্ব শুরু করতে যাচ্ছে তারা।
খুলনার পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট। রংপুর পাঁচ ম্যাচে জিতেছে মাত্র একটি। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দল রেঞ্জার্সরা। এদিকে গুঞ্জন উঠেছে রংপুরে নতুন অধিনায়ক হতে পারে অস্ট্রেলিয়ার এই সাবেক অলরাউন্ডার। ক্রিকেট বিশ্বের সকল নামিদামি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগেই খেলেছেন শেন ওয়াটসন।
শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে ঢাকা প্লাটুনের বিপক্ষে। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাহমুদউল্লাহ-ইমরুলদের চট্টগ্রাম। মাশরাফী-তামিমদের ঢাকা ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
বিপিএল শুরু হয়েছিল ঢাকা থেকেই। মিরপুরে প্রথম ধাপে ৮ ম্যাচ হওয়ার পর চট্টগ্রাম পর্বে হয় ১২টি ম্যাচ। হোম অব ক্রিকেটে শুক্রবার থেকে শুরু হচ্ছে তৃতীয় ধাপ। এরপর সিলেট ঘুরে আবার ঢাকা। ফাইনালসহ এবারের আসরে মোট ৪৬টি ম্যাচ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন