সেই ১৪ ডিসেম্বর রাতে শেষ। তারপর টানা এক সপ্তাহ বিপিএল ছিল চট্টগ্রামে। আগামীকাল (২৭ ডিসেম্বর) আবার বিপিএল ফিরছে রাজধানীর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। গতকাল (বুধবার) বড় দিনের ছুটির মধ্যেও কম-বেশি প্রস্তুতি পর্ব চলেছে।
তবে আজ (বৃহস্পতিবার) পুরোদমে ঢাকার দ্বিতীয় পর্বের প্রস্তুতি নিল দলগুলো। মাঘের কুয়াশা ঢাকা সকালে ক্রিকেটার, কোচ, অফিসিয়ালস এবং সাংবাদিকদের কলতানে মুখর শেরে বাংলা একাডেমি মাঠ। সাত সকালে প্র্যাকটিস শুরু করে বেলা ১১টার আশপাশে অনুশীলন শেষ করে হোটেলে ফিরে যায় রংপুর রেঞ্জার্স ও ঢাকা প্লাটুন।
এরপর শুরু হয় রাজশাহী রয়্যালস ও ঢাকা প্লাটুনের অনুশীলন পর্ব। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্র্যাকটিসের মাঝেই কথা বললেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস। ইমরুলের কাছে প্রশ্ন ছিল, মাহমুদউল্লাহ রিয়াদ কি কাল (শুক্রবার) ঢাকা প্লাটুনের বিপক্ষে খেলবেন?
খানিক দ্বিধা দ্বন্দে ভোগা ইমরুলের জবাব ছিল, আসলে রিয়াদ ভাইয়ের বিষয়টা দেখছেন ন্যাশনাল টিমের ফিজিও আর চিকিৎসকরা। তারাই ভাল বলতে পারবেন। তবে মনে হয় কালকের ম্যাচ নাও খেলতে পারেন।
ইমরুল মিডিয়ার সাথে কথা শেষ করতেই মাঠে ঢুকলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ প্রতিবেদকের সঙ্গে সৌজন্যতা বিনিময়ের পর কালকের ম্যচ খেলা প্রসঙ্গে রিয়াদ জানালেন, ‘না না। কালকের ম্যাচ তো প্রশ্নই আসে না। তবে আশা করি নামবো অল্প কিছু দিনের ভেতরেই।’
সেই সময়টা আসলে কখন? ঠিক কবে নাগাদ ফিট হয়ে মাঠে নামতে পারবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক? তা জানতেই বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরীর শরনাপন্ন হওয়া। তিনি জাগো নিউজকে জানিয়ে দিলেন, ‘রিয়াদ মাঠে ফিরতে পারবেন খুব শীঘ্রই। তবে শুক্রবারের ম্যাচে কোনো সম্ভাবনা নেই। কারণ আমরা তাকে পুরো এক সপ্তাহের বিশ্রাম দিয়েছি।’
সেটা কবে থেকে কবে? জানতে চাওয়া হলে দেবাশিষ চৌধুরী জানান, যেদিন ব্যাথা পেয়েছে সেদিন থেকে ৭ দিন পূর্ণ বিশ্রাম। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা প্লাটুনের বিপক্ষে ২৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলার পথে পুরনো হ্যামস্ট্রিংয়ে টান পড়ে রিয়াদের। তারপর আর খেলতে পারেননি।
এদিকে হ্যামস্ট্রিং ইনজুরি কতটা গুরুতর?- তা খুঁটিয়ে দেখতে এমআরআই করা হয়েছে। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ‘এমআরআই রিপোর্ট ভাল। রিয়াাদের কোন সমস্যা নেই। এখন যেটা আছে তা ভাল হতে বিশ্রামের দরকার। আমরা তাই তাকে পূর্ণ এক সপ্তাহ বিশ্রাম দিয়েছি।’
বোঝাই যাচ্ছে, এক সপ্তাহ বিশ্রামের মেয়াদটা বৃহস্পতিবার শেষ হয়ে গেলেও রিয়াদ হয়ত ঝুঁকি নিতে চাচ্ছেন না। তাই কালকের ম্যাচ না খেলে পরে মাঠে নামার চিন্তা করছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন