শিরোনাম

প্রচ্ছদ /   রাজশাহীর জয়ে ২য় পর্ব শেষে দেখেনিন বিপিএলের সর্বশেষ পয়েন্ট তালিকা

রাজশাহীর জয়ে ২য় পর্ব শেষে দেখেনিন বিপিএলের সর্বশেষ পয়েন্ট তালিকা

Avatar

বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯

প্রিন্ট করুন

বঙ্গবন্ধু বিপিএলের রাউন্ড রবিল লিগেই অনুষ্ঠিত হচ্ছে ৫টি পর্ব। তিন পর্ব ঢাকায়, দুই পর্ব চট্টগ্রাম এবং সিলেটে। ইতোমধ্যেই ঢাকায় প্রথম পর্ব শেষে চট্টগ্রাম পর্বও শেষ করে ফেলেছে এবারের বিপিএল।

এই দুই পর্ব শেষে বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট টেবিলে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেটা জানতেই এখন তুমুল আগ্রহ ক্রিকেটপ্রেমীদের।

মঙ্গলবার রাতে কুমিল্লা ওয়ারিয়র্স এবং রাজশাহী রয়্যালসের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম পর্ব। যে ম্যাচে ডেভিড মালানের সেঞ্চুরিকে ম্লান করে দিয়ে আফিফ হোসেন ধ্রুবর ঝড়ো ব্যাটে ভর করে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে রাজশাহী রয়্যালস। তার আগে তামিম-মেহেদী হাসানের ঝড়ে সিলেটকে হারিয়েছিল ঢাকা প্লাটুন।

এই দুই ম্যাচের জয়-পরাজয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলেও কিছুটা ওলট-পালট হয়েছে। সে বিষয়টাই তুলে ধরা হচ্ছে জাগো নিউজের পাঠকদের জন্য।

দুই পর্বের খেলা শেষে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সর্বোচ্চ ৭টি ম্যাচ খেলে ফেলেছে তারা। স্বাভাবিকভাবেই সর্বোচ্চ সংখ্যাক ম্যাচও জিতেছে তারা, ৫টি। ১০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে শীর্ষে। শেষ চারের রাস্তাটাও তারা অনেকটা পরিস্কার করে নিয়েছে।

আগামী ২৭ ডিসেম্বর থেকে ঢাকায় আবার শুরু হচ্ছে তৃতীয় পর্ব।ঢাকা পর্বে বিপিএলের ৩য় পর্ব শুরু হবে, দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে চ্যাম্পিয়ন ঢাকা প্লাটুন বনাম অপ্রতিরোদ্ধ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।আর দিনের ২য় ম্যাচে মাঠে নামছে কুমিল্লা ওয়ারিয়ার্স বনাম রংপুর র‍্যাঞ্জার্স।

দুই পর্ব মিলে ৭ ম্যাচ খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মোট ৭ ম্যাচে ৫ জয়ে তালিকায় সবার উপরে আছে দলটি। এরপরই আছে রাজশাহী রয়ালস। আন্দ্রে রাসেলের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে আছে দলটি। জয় পেয়েছে পাঁচ ম্যাচের চারটিতেই।

এদিকে ৬ ম্যাচে চারটি জিতে রাজশাহীর সমান ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ঢাকা প্লাটুন।একনজরে দেখেনিন বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল-

টিম

ম্যাচ সংখ্যা

জয় পরাজয় পয়েন্ট রান রেট
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ ০.০২৭
রাজশাহী রয়্যালস ১.৩৬১
ঢাকা প্লাটুন ০.২৩৭
খুলনা টাইগার্স ০.৩০৫
কুমিল্লা ওয়ারিয়র্স ০.৪২৬
সিলেট থান্ডার -০.৫৫২
রংপুর রেঞ্জার্স -১.৭৯৯

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন