শিরোনাম

প্রচ্ছদ /   সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান তালিকায় মুশফিক

সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান তালিকায় মুশফিক

Avatar

সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯

প্রিন্ট করুন

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে ব্যস্ত রয়েছেন দেশের ক্রিকেটের সর্বকালের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। খুলনা টাইগার্সের এবারের মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।

তৃতীয় বাংলাদেশী হিসিবে ৬০০০ রানের ক্লাবে প্রবেশ করার পাশাপাশি উইকেট কিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান স্পর্শ করেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা উইকেটকিপারদের মধ্যে মুশফিকের অবস্থান এখন সেরা পাঁচে।

পাশাপাশি ২২০টি ডিসমিসালও আছে তাঁর। এই তালিকায় সবার ওপরে কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কান এই কিংবদন্তি উইকেটকিপারের ভূমিকায় খেলে ওয়ানডেতে ১৩ হাজার ৩৪১ রান করেছেন। ৪৮২টি ডিসমিসালও আছে তাঁর।

ওয়ানডেতে উইকেটকিপারদের সর্বোচ্চ রান:

১) কুমার সাঙ্গাকারা ৩৬০ ম্যাচে ৪৩.৭৪ গড়ে ১৩৩৪১ রান, সর্বোচ্চ ১৬৯।

২) মহেন্দ্র সিং ধোনী ৩৫০ ম্যাচে ৫০.৫৭ গড়ে ১০৭৭৩ রান, সর্বোচ্চ অপরাজিত ১৮৩।

৩) অ্যাডাম গিলক্রিস্ট ২৮২ ম্যাচে ৩৫.৬৪ গড়ে ৯৪১০ রান, সর্বোচ্চ ১৭২।

৪) অ্যান্ডি ফ্লাওয়ার ১৮৬ ম্যাচে ৩৪.৫৮ গড়ে ৫৮৪৫ রান,সর্বোচ্চ ১৪৫।

৫) মুশফিকুর রহিম ২০২ ম্যাচে ৩৫.৪৬ গড়ে ৫৫৬৮ রান, সর্বোচ্চ ১৪৪।

অর্থাৎ, শুধুমাত্র ব্যাটসম্যান ভূমিকায় ১৩ ম্যাচ খেলে মুশফিকের রান ৫২২।

মুশফিকের কিপিং নিয়ে বিতর্ক থাকলেও উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে তিনি ইতিমধ্যে বিশ্বসেরাদের কাতারে চলে গেছেন। উইকেটকিপারদের রানের দিক দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের তালিকায় মুশফিকের অবস্থান পাঁচে, এখানেও সবার ওপরে সাঙ্গাকারা।

উইকেটকিপারের ভূমিকায় আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান:

১) কুমার সাঙ্গাকারা ৪৬৪ ম্যাচে ৪১.৮৭ গড়ে ১৭৮৪০ রান, সর্বোচ্চ ২৩০।

২) মহেন্দ্র সিং ধোনী ৫৩৮ ম্যাচে ৪৪.৯৬ গড়ে ১৭২৬৬ রান, সর্বোচ্চ ২২৪।

৩) অ্যাডাম গিলক্রিস্ট ৩৯১ ম্যাচে ৩৮.৮০ গড়ে ১৫২৫২ রান, সর্বোচ্চ অপরাজিত ২০৪।

৪) মার্ক বাউচার ৪৬৬ ম্যাচে ২৯.০৬ গড়ে ১০৪৬৩ রান, সর্বোচ্চ অপরাজিত ১৪৭ রান।

৫) অ্যান্ডি ফ্লাওয়ার ২৪১ ম্যাচে ৪০.৮৩ গড়ে ১০২৪৯ রান, সর্বোচ্চ অপরাজিত ২৩২।

৬) মুশফিকুর রহিম ৩২৯ ম্যাচে ৩৩.৩৫ গড়ে ১০১৪০ রান, সর্বোচ্চ অপরাজিত ২১৯।

৪ নম্বরে থাকা মার্ক বাউচারের চেয়ে মাত্র ৩২৩ রানে পিছিয়ে লিটল মুশি।

তথ্যসূত্র : ঢাকাটাইমস

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন