আগামী বছর ২০২০ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের পর্দা উঠবে। আজ ১৯ ডিসেম্বর সিটি অব জয়খ্যাত কলকাতায় বসেছে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম।
প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-১। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিলামে উঠেছেন।
মুশফিকের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। ৭৫ লাখ ভিত্তিমূল্যের মুশফিককে দলে টানেনি কেউ। নিলানে অবিক্রিত থাকেন তিনি।
ক্রিস লীন : অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস লিন কে দুই কোটি ভারতীয় রুপি টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স
রবিন উথাপ্পা : ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান কে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়েলস। ভারতীয় তিন কোটি রুপিতে তাকে দলে টেনেছে তারা।
অ্যারন ফিঞ্চ : অস্ট্রেলিয়ার অধিনায়ক কে দলে টেনেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪.৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে তারা।
ইয়ন মরগান : ৫.২৫ কোটিতে বিক্রি হলেন মরগান। তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স
গ্রীন ম্যাক্সওয়েল : অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ম্যাক্সওয়েল কে দলে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। ১০.৭৫ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে পাঞ্জাব।
প্যাট কামিন্স : এবারের আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার কামিন্স। ১৫.৫ কোটি রুপিতে তাকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।
স্যাম কুরান : ৫.৫ কোটি রুপিতে এই ইংল্যান্ডের ফাস্ট বোলার কে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
নিলামের আগে ৮ দলের স্কোয়াড-
চেন্নাই সুপার কিংস (মোট ২০, ওভারসিজ ৬)- আম্বাতি রাইডু, আসিফ কেএম, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসিস, হরভজন সিং, ইমরান তাহির, জগদিশান নারায়ন, কারান শর্মা, কেদার জাদব, লুঙ্গি এনগিডি, মিচেল স্যান্টনার, মোনু সিং, মাহেন্দ্র সিং ধোনি, মুরালি বিজয়, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গাইকোয়াড, শেন ওয়াটসন, শারদুল ঠাকুর ও সুরেশ রায়না।
দিল্লি ক্যাপিটালস (মোট ১৪, ওভারসিজ ৩)- আজিঙ্কা রাহানে, অমিত মিশ্র, আবেশ খান, আক্সার প্যাটেল, হারশাল প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, কিমো পল, পৃথ্বী শ, রবিচন্দ্রন অশ্বিন, রিশাব পান্ট, সন্দ্বীপ লামিছানে, শিখর ধাওয়ান ও শ্রেয়াস আইয়ার।
কিংস ইলেভেন পাঞ্জাব (মোট ১৬, ওভারসিজ ৪)- আর্শদ্বীপ সিং, ক্রিস গেইল, দর্শন নালকান্ডে, কৃষ্ণাপ্পা গৌতম, হারদুস ভিজলিওন, হারপ্রীত ব্রার, জগদীশা সুচিত, করুন নায়ার, লোকেশ রাহুল, মনদ্বীপ সিং, মায়াঙ্ক আগারওয়াল, মোহাম্মদ শামি, মুজিব উর রহমান, মুরুগান অশ্বিন, নিকোলাস পুরান ও সরফরাজ খান।
কোলকাতা নাইট রাইডার্স (মোট ১৪, ওভারসিজ ৪)- আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, হ্যারি গার্নি, কমলেশ নাগারকোটি, কুলদ্বীপ যাদব, লকি ফার্গুসন, নিতিশ রানা, প্রদীশ কৃষ্ণা, রিংকু সিং, সন্দ্বীপ ওয়ারিয়র, শিভাম মাভি, শুবমান গিল, সিদ্ধেশ লাড ও সুনীল নারাইন।
মুম্বাই ইন্ডিয়ান্স (মোট ১৮, ওভারসিজ ৬)- আদিত্য তারে, অমলপ্রিত সিং, অনুকুল রয়, ধাওয়াল কুলকার্নি, হার্দিক পান্ডিয়া, ইশান কিষান, জাসপ্রীত বুমরাহ, জয়ন্ত ইয়াদব, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকলেনাঘান, কুইন্টন ডি কক, রাহুল চাহার, রোহিত শর্মা, শেরফানে রাদারফোর্ড, সুরিয়া কুমার যাদব ও ট্রেন্ট বোল্ট।
রাজস্থান রয়্যালস (মোট ১৪, ওভারসিজ ৪)- অঙ্কিত সিং রাজপুত, বেন স্টোকস, জফরা আর্চার, জস বাটলার, মহিপাল লমরোর, মানান বোহরা, মায়াঙ্ক মারকান্ডে, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, সাঞ্জু স্যামসন, শশাঙ্ক সিং, শ্রেয়াস গোপাল, স্টিভ স্মিথ ও বরুন অরুণ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (মোট ১৩, ওভারসিজ ২)- এবি ডি ভিলিয়ার্স, দেভদূত পাডিক্কাল, গুরকিরাত সিং, মইন আলি, মোহাম্মদ সিরাজ, নভদ্বীপ সাইনি, পার্থিব প্যাটেল, পাওয়ান নেগি, শিভাম দুবে, উমেশ যাদব, ভিরাট কোহলি, ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল।
সানরাইজার্স হায়দ্রাবাদ (মোট ১৮, ওভারসিজ ৬)- অভিষেক শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামস, মনীশ পান্ডে, মোহাম্মদ নবি, রাশিদ খান, সন্দ্বীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীভাটস গোস্বামী, সিদ্ধার্থ কল, সৈয়দ খলিল আহমেদ, নটরঞ্জন, বিজয় শঙ্কর ও ঋদ্ধিমান সাহা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন