বঙ্গবন্ধু বিপিএলের ১২তম ম্যাচে ঢাকা প্লাটুনকে ১৬ রানে হারিয়ে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাট হাতে অবশ্য ঢাকাকে জয় এনে দিতে প্রাণপণ চেষ্টা করেছেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার থিসারা পেরেরা।
ইনিংসের শেষ ওভার পর্যন্ত টিকে থেকে ২৭ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। যেখানে ৪টি ছক্কা এবং ৩টি চার মারেন পেরেরা। কিন্তু ইনিংসের শেষ বলে ২০৫ রানের মাথায় মেহেদি হাসান রানার বলে আভিস্কা ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে আউট হন এই লঙ্কান। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফির ঢাকা।
পেরেরা ছাড়াও ৩৫ বলে ৫২ রান করেন ওপেনার মুমিনুল হক। দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন অধিনায়ক মাশরাফিও। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ বলে ৩ ছক্কা এবং এক চারে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। যদিও নাসির হোসেনের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি এরপর।
চট্টগ্রামের হয়ে ২৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মেহেদি হাসান রানা।বিসিবির চোখ থাকবে টি২০ বিশ্বকাপের জন্য খেলোয়াড় বাছাই করা এই বিপিএল থেকে। সেদিক থেকে এবারের বিপিএলে বল হাতে বেশ উজ্জ্বল মেহেদি হাসান রানা।মাত্র তিন ম্যাচ খেলেই নিয়েছেন ৮ টি উইকেট যা এবারের বিপিএলে উইকেট সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে।
আরেক পেসার মুক্তার আলীও পেয়েছেন ৩টি উইকেট। যদিও ৪২ রান খরচ করতে হয় তাঁকে। এছাড়া ২টি করে উইকেট নেন নাসির হোসেন এবং কেসরিক উইলিয়ামস।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ এবং ল্যান্ডেল সিমন্সের ব্যাটে প্রথমবারের মতো দুইশো পেরুনো ইনিংস গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে তারা। বিপিএলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।
৪ ছক্কা এবং ৫ চারে ৩৬ বলে ৫৭ রান করেন ক্যারিবিয়ান ওপেনার সিমন্স। ৪ ছক্কা এবং ৫ চারের সাহায্যে ২৮ বলে ৫৯ রানের ইনিংস উপহার দেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দারুণ খেলেন ইমরুল কায়েসও। তাঁর ব্যাট থেকে আসে ২৪ বলে ৪০ রানের ইনিংস। যেখানে একটি ছক্কা এবং ৫টি চার মারেন তিনি। ঢাকার পক্ষে ৫৫ রানে ২ উইকেট নেন হাসান মাহমুদ। আর একটি উইকেট পান সালাউদ্দিন শাকিল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন