দক্ষিণ এশিয়ান গেমসের ১৩ তম আসরে ছেলেদের ক্রিকেটে আজ নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ইতিমধ্যে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান।
দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এই মেগা ইভেন্টে ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব আছেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি দেশের মাটিতে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন এই ওপেনার। আসরের ফাইনাল পাকিস্তানের কাছে ৭৭ রানে হেরে রানার্স-আপ হয়েছিলো বাংলাদেশ।
ইমার্জিং কাপের দলের প্রায় সবাই এসএ গেমসের দলে আছেন। ঘোষিত দলে নতুন করে অন্তুর্ভুক্ত হয়েছেন সাইফ হাসান ও মানিক খান। চোটের কারনে বাদ পড়েছেন স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ২৩ বছরের বেশি বয়সী ৩ জন খেলোয়াড় দলে রাখার সুযোগ থাকায় দলে আছেন জাতীয় দলের বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার।
ইমার্জিং কাপে ৫ ইনিংসে তিনটি হাফ-সেঞ্চুরিতে ২৪৪ রান করেছিলেন তিনি। দলের ম্যানেজার হিসেবে আছেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
এই রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৬ ওভারে ৪০ রান। সৌম্য ১৪ রানে এবং মোহাম্মদ নাইম ২৫ রানে ব্যাট করছেন।
২০১০ সালের পর এই প্রথম এসএ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হলো। সেবার ঘরের মাঠে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। স্বর্ণ ধরে রাখার লক্ষ্য নিয়ে নেপালের কাঠমান্ডুতে শান্তর দল।
এসএ গেমসের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, সাইফ হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, মানিক খান ও মেহেদী হাসান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন