টেস্ট র্র্যাংকিংয়ে দারুন উন্নত করল বাংলাদেশের মুশফিকুর রহিম আর লিটন দাস। ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষে সর্বশেষ টেস্ট র্র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।
কয়েকদিন আগেই শেষ হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম দিবারাত্রি টেস্ট। ওই টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রাপ্তি বলতে পেসারদের সাফল্য এবং মুশফিক। প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে ৭৪ রানের লড়াকু ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এছাড়াও প্রথম ইনিংসে ২৪ রানের ইনিংস খেলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় লিটনকে।
ভারতের বিপক্ষে টেস্টের পর সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। আর এ র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে এগিয়েছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭৪ রানের ইনিংসের পর র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ৬১৪ রেটিং নিয়ে ৩০ থেকে ২৬ এ উঠে এসেছেন মুশফিক। এছাড়াও টেস্ট র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ৪১৭ রেটিং নিয়ে ৭৮তম স্থানে রয়েছেন লিটন।
এছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন অস্ট্রেলিয়ার লাবুশানে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৮৫ রানের ইনিংসের পর ৩৫ থেকে ১৪তম স্থানে উঠে এসেছেন এ ব্যাটসম্যান।
এছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান ওয়াটলিং। তার ডাবল সেঞ্চুরিতে জয় পায় নিউজিল্যান্ড। সেই সাথে টেস্ট র্যাঙ্কিংয়ে ১২তম স্থানে রয়েছেন তিনি।
বোলারদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সফল ছিলেন ইশান্ত শর্মা ও উমেশ যাদব। যার কারণে অর্জন করেছে ক্যারিয়ারের সেরা রেটিং। বোলারদের র্যাঙ্কিংয়ে ৭১৬ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছেন ইশান্ত।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন