শেষ হয়ে গেলো ৬ ধাপের প্লেয়ার ড্রাফটে খেলোয়াড়ের ডাক। প্রধম দুই ধাপে চারবার করে খেলোয়াড় ডাকার সুযোগ পেয়েছে বিপিএলের সাতটি দল। অর্থ্যাৎ, ১২জন করে মোট ৮৪জন খেলোয়াড়কে দলভুক্ত করে করেছে ৭টি দল।
প্রথম ডাকেই খুলনা দলভুক্ত করে নিলো এ প্লাস ক্যাটাগরির মুশফিকুর রহীমকে। এরপর ঢাকা দলে নিলো এ প্লাস ক্যাটাগরির তামিম ইকবালকে। এ প্লাস ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিলো চট্টগ্রাম। তবে চার ডাকেও মাশরাফি বিন মর্তুজাকে দলে নিলো না কেউ।
সাতটি দল প্রথম চার বারে যে ২৮ জনকে দলভুক্ত করে নিলো, নিচে তাদের তালিকা তুলে ধরা হলো।
দেশি ক্রিকেটার
ঢাকা প্লাটুন
১. তামিম ইকবাল২. আনামুল হক বিজয়৩. হাসান মাহমুদ৪. মেহেদী হাসান৫. থিসারা পেরেরা (শ্রীলংকা)৬. লরি ইভান্স (ইংল্যান্ড)৭. আরিফুল হক৮. মমিনুল হক৯. শুভাগত হোম১০. মাশরাফি বিন মর্তুজা১১. ওহাব রিয়াজ (পাকিস্তান)১২. আসিফ আলি (পাকিস্তান)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
১. মাহমুদুল্লাহ রিয়াদ২. ইমরুল কায়েস৩. নাসির হোসেন৪. রুবেল হোসেন৫. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)৬. ক্যাস্রিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)৭. কাজি নুরুল হাসান সোহান৮. এনামুল হক জুনিয়র৯. মুক্তার আলি১০. পিনাক ঘোষ
খুলনা টাইগার্স
১. মুশফিকুর রহিম২. শফিউল ইসলাম৩. নাজমুল হাসান শান্ত৪. আমিনুল ইসলাম বিপ্লব৫. রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)৬. রবি ফ্রাঙ্কলিন (ইংল্যান্ড)৭. শামসুর রহমান৮. মোঃ সাইফ হাসান৯. মেহেদী হাসান মিরাজ১০. শহিদুল ইসলাম১১. মোহাম্মদ আমির (পাকিস্তান)১২. নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)
সিলেট থান্ডার্স
১. মোসাদ্দেক হোসেন সৈকত২. মোহাম্মদ মিঠুন৩. নাজমুল ইসলাম অপু৪. সোহাগ গাজী৫. রাদারফর্ড (ওয়েস্ট ইন্ডিজ)৬. শফিকুল্লাহ সাফাত (আফগানিস্তান৭. রনি তালুকদার৮. নাঈম হাসান৯. দেলোয়ার হোসেন১০. মনির হোসেন খান১২. জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)
রংপুর রেঞ্জার্স
১. মোস্তাফিজুর রহমান২. নাঈম শেখ৩. আরাফাত সানি৪. জহুরুল ইসলাম৫. মোহাম্মদ নবী (আফগানিস্তান)৬. শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)৭. তাসকিন আহমেদ৮. জাকির হাসান৯. ফজলে রাব্বী১০. নাদিফ চৌধুরি১২. ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা)
রাজশাহী রয়্যালস
১. লিটন দাস২. আফিফ হোসেন৩. আবু জাহিদ রাহি৪. ফরহাদ রেজা৫. রবি বোপারা (ইংল্যান্ড)৬. হজরতুল্লাহ জাজাই (আফগানিস্তান)৭. তাইজুল ইসলাম৮. অলক কাপালি৯. কামরুল ইসলাম রাব্বি১০. ইরফান শুকুর১১. মোহাম্মদ নেওয়াজ (পাকিস্তান)১২. মোহাম্মদ ইরফান (পাকিস্তান)
কুমিল্লা ওয়ারিয়র্স
১. সৌম্য সরকার২. আল-আমিন হোসেন (ফাস্ট বোলার)৩. ইয়াসির আলি চৌধুরি৪. সাব্বির রহমান৫. পেরেরা (শ্রীলংকা)৬. মুজিবুর রহমান (আফগানিস্তান)৭. সানজামুল ইসলাম৮. আবু হায়দার রনি৯. মাহিদুল অঙ্কন১০. সুমন খান১১. ডেভিড মালান (ইংল্যান্ড)১২. দাসুন শানাকা (শ্রীলংকা)
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন