শিরোনাম

প্রচ্ছদ /   উইকেট উইকেট আবারো উইকেট টেস্ট দলে চান্স পাওয়া এবাদত দেখালেন বোলিং জাদু

উইকেট উইকেট আবারো উইকেট টেস্ট দলে চান্স পাওয়া এবাদত দেখালেন বোলিং জাদু

Avatar

শনিবার, নভেম্বর ২, ২০১৯

প্রিন্ট করুন

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে এবাদত হোসেনের তোপে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়েছে বরিশাল বিভাগ।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে স্বস্তিতে ছিল না বরিশাল। দলীয় ৩৫ রানের মধ্যেই চার উইকেট হারায় দলটি। ওপেন করতে নামা শাহরিয়ার নাফিসকে শূন্য রানে ফেরান এবাদত হোসেন।

সিলেট বিভাগের এই পেসার অধিনায়ক ফজলে রাব্বিকেও ফিরিয়ে দেন শূন্য রানে। ওপেন করতে নামা মোহাম্মদ আশরাফুলও এ দিন সুবিধা করতে পারেননি। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান ফিরে যান ২০ রানে। তাঁকে বোল্ড করে ফেরান এনামুল হক জুনিয়র।

এরপর এবাদতের তৃতীয় শিকার হয়ে ফেরেন রাফসান আল মাহমুদ (১০)। তারপর হাল ধরেন নুরুজ্জামান। তাঁর ব্যাটে আসে ৪০ রান। এরপর লেজের সারির ব্যাটসম্যানদের প্রচেষ্টায় ১৫০ রান পার করে বরিশাল।

সোহাগ গাজি ২৩, সালমান হোসেন ২৫ ও মনির হোসেন ১৮ রান করেন। সিলেট বিভাগের হয়ে পাঁচ উইকেট নেন এবাদত হোসেন। নাসুম আহমেদ নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নেন আবু জায়েদ রাহি ও এনামুল হক জুনিয়র।

সংক্ষিপ্ত স্কোরঃ
বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ ৫৭.১ ওভারে ১৬২/১০ (নুরুজ্জামান ৪০, সালমান ২৫; এবাদত ৫/৩৬, নাসুম ৩/৫৭)

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন