শিরোনাম

প্রচ্ছদ /   সন্ধ্যা ৭ টায় নয় ১ম ম্যাচে ভারতের বিপক্ষে যখন মাঠে নামবে বাংলাদেশ

সন্ধ্যা ৭ টায় নয় ১ম ম্যাচে ভারতের বিপক্ষে যখন মাঠে নামবে বাংলাদেশ

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯

প্রিন্ট করুন

ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ মনে করেন, ভারতের বিপক্ষে বাংলাদেশের ট্রাম্প কার্ড হয়ে উঠবেন পেসার মুস্তাফিজুর রহমান। বিরাট কোহলিবিহীন ভারতের ব্যাটিংকে নাজুক অবস্থায় ফেলতে মুস্তাফিজকেই তাই রাখতে হবে অগ্রণী ভূমিকা- মনে করছেন এই কিংবদন্তী।

সম্প্রতি ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আলাপচারিতায় লক্ষণ জানান, বাংলাদেশের ব্যাটিং লাইনআপের সামর্থ্য আর ভারতের নিয়মিত অধিনায়ক কোহলির অনুপস্থিতি বিচারে ভারতের মাটিতে সিরিজ জয়ের মোক্ষম সুযোগ এবার টাইগারদের।

তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং লাইনআপ বিবেচনায়, ভারতের মাটিতে ভারতকে হারানোর এটাই মোক্ষম সুযোগ তাদের জন্য।’

তবে পেস আক্রমণভাগের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মুস্তাফিজকে নতুন বলে ভালো করতে হবে, তাই কাটার মাস্টারের উপরই বাড়তি চাপ দেখছেন তিনি।

লক্ষণ বলেন, ‘তাদের স্পিন বিভাগের তুলনায় পেস বিভাগ কম অভিজ্ঞ। তাই মুস্তাফিজের উপর চাপ থাকবে। মুস্তাফিজকে নতুন বলে দ্রুত উইকেট তুলে নেওয়ার গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে। কোহলি থাকছে না, তাই ভারতের মিডল অর্ডার একটু অনভিজ্ঞই থাকবে।’

ভারতের নিয়মিত অধিনায়ক কোহলি টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকছেন। বিষয়টি বাংলাদেশের জন্য স্বস্তির হলেও এদিক থেকে ভারতও থাকবে স্বস্তিতে। কারণ দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়াই বাংলাদেশ গেছে ভারত সফরে। সাকিব নিষেধাজ্ঞায় ক্রিকেট থেকে দূরে থাকলেও সেরা ব্যাটসম্যান তামিম ইকবালও নেই ভারত সফরে, ব্যক্তিগত কারণে।

সবকটি টি২০ ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ।

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিল্লী
৭ নভেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি রাজকোট
১০ নভেম্বর তৃতীয় টি-টোয়েন্টি নাগপুর

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন