শিরোনাম

প্রচ্ছদ /   সুখবর পাচ্ছেন সাকিব

সুখবর পাচ্ছেন সাকিব

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশের ক্রিকেটকে বড় এক দুঃসংবাদ দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জুয়াড়ির প্রস্তাব গোপন করাই দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান কে দুই বছরের নিষেধাজ্ঞা করে। কিন্তু আকসু কে সহযোগিতা করায় ১ বছর স্থগিত করে আইসিসি।

আইসিসির দুর্নীতি দমন নীতি অনুযায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে সাকিব বা বিসিবি কেউই আপিল করতে পারবে না। কিন্তু একটা সম্ভাবনা আছে। আইসিসির শর্ত অনুযায়ী দুর্নীতি দমন কার্যক্রমগুলোতে নিয়মিত অংশ নিয়ে সাকিব আইসিসিকে সন্তুষ্ট করতে পারলে শাস্তির মেয়াদ কিছুটা কমে এলেও আসতে পারে।

এমন উদাহরণ অতীতের কিছু ক্রিকেটার আছে :→ পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের ক্ষেত্রেই সেটি হয়েছে। ২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফ। তবে শাস্তির মেয়াদ কমায় নির্ধারিত সময়ের ছয় মাস আগেই আমির ঘরোয়া ক্রিকেটে ফিরতে পেরেছিলেন।

বাংলাদেশের বড় প্রাণ সাকিবের ক্ষেত্রেও সে রকম কিছুর আশা করতে পারে ভক্তরা। বিশেষ করে তিনি যেহেতু শুরুতেই ভুল স্বীকার করে নিয়েছেন এবং তদন্তেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে যথেষ্ট সহযোগিতা করেছেন। সাকিবের ভুলের মাত্রাও আমির-বাটদের তুলনায় অনেক কম।

এখন আইসিসির শর্ত অনুযায়ী দুর্নীতিবিরোধী কার্যক্রমগুলো ঠিকঠাকভাবে করলে বিসিবির জন্য সুযোগ তৈরি হতে পারে বিষয়টি নিয়ে আইসিসিতে তদারকি করা। সেই সাথে সাকিবের ফিরতে পারেন মাঠেই। ভক্তদের একটাই দাবি সাকিব ভুল করেছে অপরাধ করে নি। তাই দ্রুত বিশ্বসেরা এই অলরাউন্ডার মাঠে ফিরুক।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও জানান; ”এ রকম উদাহরণ আন্তর্জাতিক ক্রিকেটে আছে। আমরাও দেখব সাকিবের জন্য কী করা যায়। বিসিবির পক্ষ থেকে যা যা সম্ভব, সবই করা হবে। এ রকম কোনো সুযোগ থাকলে অবশ্যই আমরা সেভাবে কাজ করব। সাকিব যেমন আইসিসির হয়ে দুর্নীতিবিরোধী প্রচারণায় অংশ নেবেন, একইভাবে বিসিবিও তাঁকে বিভিন্নভাবে এসব কাজের সুযোগ তৈরি করে দেবে।”

উল্লেখ্য যে, দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও সাকিবের খেলা বন্ধ থাকবে এক বছর। অর্থাৎ, ২০২০ সালের ৩০ অক্টোবর থেকে তাঁকে খেলার মাঠে পাওয়া যাবে। এই এক বছরে দুর্নীতিবিরোধী প্রচারণা ঠিকমতো চালিয়ে গেলে পরের বছর তাঁকে শাস্তি ভোগ করতে হবে না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন