শিরোনাম

প্রচ্ছদ /   মাঠে ফিরেই ব্যাট হাতে আগুণ ঝড়ালেন নাসির

মাঠে ফিরেই ব্যাট হাতে আগুণ ঝড়ালেন নাসির

Avatar

রবিবার, অক্টোবর ২৭, ২০১৯

প্রিন্ট করুন

ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে রবি ও সোমবার নিজেদের মধ্যে দুইটি ২০ ওভারের ম্যাচ খেলবে জাতীয় ক্রিকেট দলের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা। এ দুই ম্যাচের জন্য চলতি জাতীয় ক্রিকেট লিগ থেকে ১০ জন ক্রিকেটারকে ডেকে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

সুযোগের দারুন সদ্ব্যবহার করলেন জাতীয় দলের একসময়ের অলরাউন্ডার নাসির হোসেন। জাতীয় ক্রিকেট লীগে আম্পায়ারের সাথে বাজে আচরণের কারণে নিষিদ্ধ হয়েছিলেন নাসির হোসেন। ‌ কিন্তু ভারত সফরে যায় প্রস্তুতি ম্যাচের জন্য জাতীয় ক্রিকেট লিগ থেকে ১০ জন ক্রিকেটার কে ডেকে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তার মধ্যে রয়েছে রংপুর বিভাগের লেগ স্পিনার রিশাদ হোসেন। আর রিশাদ হোসেন এর পরিবর্তে রংপুর বিভাগের একাদশে সুযোগ পেয়েছেন নাছির হোসেন। প্রথম দুই ম্যাচে রংপুরের অধিনায়ক এ দিনে ব্যাট হাতে দারুণ করেছেন। চলতি জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো হাঁকিয়েছেন ফিফটি। নাসির হোসেনের ব্যাটিংয়ে রাজশাহী বিভাগের বিপক্ষে চালকের আসনে রংপুর বিভাগ।

জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম স্তরের ম্যাচে দ্বিতীয় দিন শেষে রাজশাহীর বিপক্ষে ৬২ রানে এগিয়ে রয়েছে রংপুর, হাতে আছে ৪টি উইকেট। রাজশাহীর করা ২০১ রানের জবাবে রংপুরের সংগ্রহ ৬ উইকেটে ২৬৩ রান।

আগেরদিন বিকেলে রাজশাহীর বোলারদের দাপটে মাত্র ৩২ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল রংপুর। দ্বিতীয় দিন খেলোয়াড় পরিবর্তনের ধাক্কায় তিনজনকে ছাড়তে বাধ্য হয় রাজশাহী। সাব্বির রহমান, তাইজুল ইসলাম ও নাজমুল হোসেন শান্তর পরিবর্তে এসেছেন মোহাইমিনুল খান, সাকলাইন সজীব এবং ইফতিখার সাজ্জাদ।

দ্বিতীয় দিন সকালে ঠিকই ঘুরে দাঁড়ায় রংপুর। ওপেনার মেহেদি হাসান মারুফ খেলেন ৭৮ রানের ইনিংস। এছাড়া নাইম ইসলাম ৫৫ ও আরিফুল হক ৪৭ রান করেন।

রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পাওয়া নাসির হোসেন ব্যাট করতে নামেন সাত নম্বরে। দিন শেষে তিনি অপরাজিত রয়েছেন ৮২ বলে ৫ চার ও ২ ছয়ের ৫৫ রান করে। আরেক অপরাজিত ব্যাটসম্যান ধীমান ঘোষের সংগ্রহ ১৪ রান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন