শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র পাওয়াঃ বড় সুখবর পেল সাইফুদ্দিন

মাত্র পাওয়াঃ বড় সুখবর পেল সাইফুদ্দিন

Avatar

শুক্রবার, অক্টোবর ২৫, ২০১৯

প্রিন্ট করুন

পিঠের ইনজুরির কারণে তিন মাসের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। ২০২০ সালের জানুয়ারির আগে পুরোদমে ক্রিকেটে ফিরতে পারবেন না এই অলরাউন্ডার। তবে ডিসেম্বরে ব্যাটিংয়ে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর, জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাঁকে ব্যাটসম্যান হিসেবে খেলার অনুমতি দেয়া যেতে পারে বলেও জানিয়েছেন দেবাশীষ।

মেরুদণ্ডে এক ধরনের ব্যথা জমাট বেঁধেছে সাইফউদ্দিনের। বোলিংয়ের সময় একটা নির্দিষ্ট জায়গায় বারবার চাপ পড়ার কারণে সেখানকার হাড় ক্ষতিগ্রস্ত হওয়ায় এই ইনজুরিতে পড়েছেন তিনি। এটার প্রধান এবং প্রাথমিক চিকিৎসা সম্পূর্ণ বিশ্রাম, জানিয়েছেন বিসিবি চিকিৎসক।

এই তিন মাসে বোলিং এবং রানিং সম্পূর্ণ নিষিদ্ধ সাইফউদ্দিনের। পুনর্বাসনের মৌলিক অনুশীলন করে উন্নতির দিকে এগোতে হবে এই অলরাউন্ডারকে। ইনজুরি সেরে ওঠার দিকে এগোলে ব্যাটিং করতে পারবেন তিনি।

বৃহস্পতিবার সংবাদিকদের দেবাশীষ বলেন, ‘দুই থেকে তিন মাসের মতো সময়ে সাইফউদ্দিন বোলিং এবং রানিং করতে পারবে না। এভাবে আমরা নভেম্বরের পুরোটা দেখব। যদি এরপর ওর ইনজুরি উন্নতির দিকে থাকে, আমরা চেষ্টা করব ওকে ডিসেম্বরের দিকে ব্যাটিংয়ে ফিরিয়ে আনার জন্য।’

‘সে সময় বিপিএল শুরু হওয়ার করা। যদিও তখন ওর ব্যথা ওকে সায় দেয় তাহলে আমরা ওকে ব্যাটসম্যান হিসেবে অনুমতি দিব খেলার। কিন্তু বোলিং এবং রানিং বন্ধ থাকবে। ডিসেম্বরের দিকে সীমিত মাত্রায় ক্রিকেটের কার্যক্রমগুলো করতে পারবে সে।’ যোগ করেন বিসিবি চিকিৎসক।

দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে এটা ভেবেই হতাশ সাইফউদ্দিন। তবে ইনজুরিকে ক্রিকেট জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিয়েছে ২২ বছর বয়সী এই তরুণ।

তিনি বলেন, ‘এতো লম্বা সময় মাঠের বাইরে থাকা আসলে খুবই হতাশাজনক। খারাপ লাগছে। তবে এটাকে ক্রিকেটের একটা অংশ হিসেবে নিয়েছি। এটা নিয়ে চিন্তা না করে কীভাবে দ্রুত সুস্থ হওয়া যায় এটাই মূল লক্ষ্য আমার।’

ভারত সফরের দলে থাকলেও ছিটকে পড়তে হয়েছে সাইফউদ্দিনকে। বিপিএলে দিয়ে না ফিরতে পারলে আগামী বছরের আগে তাঁকে মাঠে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন