শিরোনাম

প্রচ্ছদ /   জোড়া দুঃসংবাদ পেল বাংলাদেশ দল

জোড়া দুঃসংবাদ পেল বাংলাদেশ দল

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯

প্রিন্ট করুন

ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে চলমান জাতীয় ক্রিকেট লিগটি গুরুত্বের সঙ্গে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। এতে বাড়তি গুরুত্ব দিয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু এবার তারই ভারত সফর হয়ে পড়েছে অনিশ্চিত।

ব্যর্থতাপূর্ণ বিশ্বকাপ কাটানোর পর শ্রীলঙ্কা সফরেও কূল-কিনারা খুঁজে পাননি তামিম। যার ফলে ক্রিকেট থেকে স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন তিনি। ইচ্ছে ছিলো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ভারত সফরের মধ্য দিয়ে। সে লক্ষ্যেই নিজেকে তৈরি করতে জাতীয় লিগটা গুরুত্বের সঙ্গেই নিয়েছিলেন তিনি।

কিন্তু প্রথম রাউন্ড খেলার পর, দ্বিতীয় রাউন্ডের আগে অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে যান তামিম। যে কারণে খেলতে পারেননি সে রাউন্ডের ম্যাচে। তখন জানা গিয়েছিল ইনজুরির মাত্রা খুব একটা গুরুতর নয় তামিমের। কিছুদিনের মধ্যেই ফিরতে পারবেন মাঠে।

হঠাৎ করেই আজ জানা গেল, এখনও সারেনি তামিমের ইনজুরি। তার ব্যথার ধরণ একটু জটিল হওয়ায় এটি সুস্থ্য হতে সময় লাগে একটু বেশি। এটি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

ইনজুরিতে আক্রান্ত জাতীয় দলের অলরাউন্ডার সাইফউদ্দিন। যে কারণে তার ভারত সফর নিয়েও দেখা দিয়েছিল অনিশ্চয়তা। অবশেষে সেটাই সত্যি হলো। ভারত সফর থেকে ছিটকে গেলেন এই তরুণ অলরাউন্ডার। পিঠের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারছেন না তিনি।

ভারত সফরে টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলে রাখা হয়েছিল অলরাউন্ডার সাইফউদ্দিনকে।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এ তথ্য। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন। পিঠের ইনজুরির কারণে তাকে বাদ দেয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেশ কয়েকটি স্ক্যান করার পর জানা গেছে, ইনজুরি থেকে সেরে উঠতে সাইফউদ্দিনের বেশ সময় প্রয়োজন। খুব দ্রুতই রিহ্যাব শুরু করবেন তিনি এবং তার এই রিহ্যাব নিয়মিত মনিটর করবেন বিসিবির মেডিক্যাল টিম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন