শিরোনাম

প্রচ্ছদ /   পাপন নয় ক্রিকেটারদের সংকট নিরসনে যাকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

পাপন নয় ক্রিকেটারদের সংকট নিরসনে যাকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

Avatar

বুধবার, অক্টোবর ২৩, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মাঝে চলমান মন কষাকষির সমাধানের জন্য ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের ক্রিকেটে চলছে এক টানাপোড়েন। ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘট ডাকাকে ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অন্যদিকে ক্রিকেটাররা ঘোষণা দিয়েছেন ক্রিকেটের সকল কার্যক্রম বর্জনের।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয় মাশরাফি বিন মুর্তাজাকে। সেখানে মাশরাফির কাছ থেকে ক্রিকেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন প্রধানমন্ত্রী। এরপর মাশরাফিকে ক্রিকেটারদের মাঠে ফেরার বার্তা দিতে বলেন প্রধানমন্ত্রী। বিসিবির সহসভাপতি মাহবুবুল আনামের বরাত দিয়ে এমটাই জানিয়েছে দৈনিক পত্রিকা ‘সমকাল’ ।

সোমবার সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি তুলে ধরেন বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও সেখানে দেখা যায়নি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজাকে। নিজের ফেসবুক পাতায় পরে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে তাকে কেউ জানাননি। তবে ক্রিকেটারদের দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার এক জরুরী সভা শেষে বিসবি সভাপতি সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেন। তাদের এ আন্দোলনকে একটি চক্রান্তের অংশ বলে আখ্যা দেন বিসিবি সভাপতি।

ক্রিকেটারদের ধর্মঘট ডাকার সিদ্ধান্ত দেখে আশ্চর্য হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এটি তার কাছে অবিশ্বাস্য লেগেছে বলে জানান তিনি।

এমতাবস্থায় শঙ্কার মুখে পড়েছে বাংলাদেশের আসন্ন ভারত সফরও। ভারত সফরের জন্য অনুষ্ঠিত হতে যাওয়া অনুশীলন ক্যাম্পেও ক্রিকেটাররা যোগ দিবেন না বলে জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন