শিরোনাম

প্রচ্ছদ /   আমি বাংলাদেশের হয়ে খেলতে চাইঃ ইংল্যান্ডের রবিন

আমি বাংলাদেশের হয়ে খেলতে চাইঃ ইংল্যান্ডের রবিন

Avatar

বুধবার, অক্টোবর ১৬, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ এক ব্যাটসম্যান দাপটের সাথে খেলছেন ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলে। মাত্র ১৭ বছর বয়সী এই তরুণ এসেক্সের সাথে পরবর্তী গ্রীষ্ম মৌসুমের খেলার জন্য হতে পারেন চুক্তিবদ্ধ। রবিন দাস নামের এই ক্রিকেটার সুযোগ পেলে খেলতে চান বাংলাদেশের হয়ে।

এসেক্স একাডেমি ও দ্বিতীয় একাদশের হয়ে খেলেছে সবশেষ গ্রীষ্ম মৌসুম। দুর্দান্ত ফর্মে ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান এসেক্সের হয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়।

কাউন্টি ক্রিকেটে অনেক পুরষ্কার জিতেছেন এই তরুণ ব্যাটসম্যান। পেয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কারও। রবিন ২০১৯ মৌসুমে এসেক্সের বর্ষসেরা একাডেমি ক্রিকেটারের স্বীকৃতিও পান।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশীপের গত মৌসুমের সর্বোচ্চ গড়ধারী (৭০) ব্যাটসম্যান ছিলেন রবিন। কেন্টের বিপক্ষে অপরাজিত ডাবল সেঞ্চুরির পাশাপাশি মিডলসেক্সের সাথেও ছিল সেঞ্চুরি।

ওয়ানস্টিড ক্রিকেট ক্লাবের হয়ে স্কুল ক্রিকেটে দুই সেঞ্চুরিতে ৫০ গড়ে ৫০০ এর বেশি রান করেছেন এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের হয়েও ডাক পাওয়ার ব্যাপারে আশাবাদী রবিন। ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ফাঁকা সময়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলতে চান এই ব্যাটসম্যান। রবিনের পৈতৃক নিবাস সুনামগঞ্জে যদিও তার জন্ম, বেড়ে ওঠা ইংল্যান্ডেই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন