২০১৭ সালের পর একবছর গ্যাপ দিয়ে আবার বাংলাদেশে ফিরছে ইমার্জিং এশিয়া কাপের আসর। যেখানে এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট ৮টি দল। আগামী ১৪ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য এরই মধ্যে সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
চলতি বছরের ১৪ নভেম্বর শুরু হচ্ছে ইমার্জিং এশিয়া কাপের আসন্ন আসর। যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে সর্বমোট ৮টি দিল। ৫টি টেস্ট খেলুড়ে দল; স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাথে বাকি ৩ দল হচ্ছে হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান।
যেখানে গ্রুপ ‘বি’তে বাংলাদেশের দলের সঙ্গে আছে ভারত, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘এ’ তে আছেন পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ টায়।
এক নজরে দেখে নেওয়া যাক ইমার্জিং এশিয়া কাপের সূচিঃ
গ্রুপ পর্ব
১৪ নভেম্বর ২০১৯ (বৃহস্পতিবার), বাংলাদেশ বনাম হংকং, বিকেএসপির ৪ নম্বর মাঠ।
১৪ নভেম্বর ২০১৯ (বৃহস্পতিবার), ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, বিকেএসপির ৩ নম্বর মাঠ।
১৪ নভেম্বর ২০১৯ (বৃহস্পতিবার), শ্রীলঙ্কা বনাম ওমান, কক্সবাজার একাডেমী মাঠ। ১৪ নভেম্বর ২০১৯ (বৃহস্পতিবার), আফগানিস্তান বনাম পাকিস্তান, কক্সবাজার।
১৬ নভেম্বর ২০১৯ (শনিবার), বাংলাদেশ বনাম ভারত, বিকেএসপির ৩ নম্বর মাঠ। ১৬ নভেম্বর ২০১৯ (শনিবার), হংকং বনাম সংযুক্ত আরব আমিরাত, বিকেএসপির ৪ নম্বর মাঠ।
১৬ নভেম্বর ২০১৯ (শনিবার), শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, কক্সবাজার। ১৬ নভেম্বর ২০১৯ (শনিবার), আফগানিস্তান বনাম ওমান, কক্সবাজার একাডেমী মাঠ।
১৮ নভেম্বর ২০১৯ (সোমবার), বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত, বিকেএসপির ৩ নম্বর মাঠ। ১৮ নভেম্বর ২০১৯ (সোমবার), ভারত বনাম হংকং, বিকেএসপির ৪ নম্বর মাঠ।
১৮ নভেম্বর ২০১৯ (সোমবার), আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, কক্সবাজার একাডেমী মাঠ। ১৮ নভেম্বর ২০১৯ (সোমবার), পাকিস্তান বনাম ওমান, কক্সবাজার।
সেমিফাইনাল
২০ নভেম্বর ২০১৯ (বুধবার), গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্সআপ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
২১ নভেম্বর ২০১৯ (বৃহস্পতিবার), গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্সআপ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
ফাইনাল
২৩ নভেম্বর ২০১৯ (শনিবার), দুই সেমিফাইনাল বিজয়ী দল, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন