শিরোনাম

প্রচ্ছদ /   ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলতে ডাক পরল সাকিবের

ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলতে ডাক পরল সাকিবের

Avatar

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯

প্রিন্ট করুন

আগামী নভেম্বরে নিউজিল্যান্ড সফরে গিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের পর ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজের জন্য দলে বেশ পরিবর্তন নিয়ে এসেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সদ্য সমাপ্ত অ্যাশেজে ব্যর্থতার জন্য স্কোয়াডে জায়গা হারিয়েছেন দলের নিয়মিত উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। ডাক পেয়েছেন সাকিব মাহমুদ, ডমিনিক সিবলি।

আগামী ১ নভেম্বর শুরু হবে সিরিজের ৫ টি-টোয়েন্টির প্রথমটা। কুঁড়ি ওভারি ফরম্যাট শেষ হওয়ার পর ২১ নভেম্বর ও ২৯ নভেম্বর মাঠে গড়াবে দুইটি পাঁচ দিনের ম্যাচ। কিউই সফরের দুই সিরিজের জন্য এরই মধ্যে নিজেদের আলাদা আলাদা ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে টেস্ট দলে জায়গা হারিয়েছেন ক্রেইগ ওভারটন, জেসন রয় আর জনি বেয়ারস্টো।

বেয়ারস্টো বাদ পড়ায় উইকেটের পিছনে দেখা যাবে জস বাটলারকে। এছাড়াও প্রথমবারের মতো থ্রি লায়ন্সদের টেস্ট দলে ডাক পেয়েছেন ম্যাথু পার্কিনসন, ডমিনিক সিবলি, জেক ক্রোলি ও সাকিব মাহমুদ। ওয়ারউইকশায়ারের ২৪ বছর বয়সি ব্যাটসম্যান সিবলি আছেন দুর্দান্ত ছন্দে, যিনি একমাত্র ব্যাটসম্যান হিসাবে চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে এক হাজারের বেশি রান করেছেন।

২১ বছর বয়সী আরেক ব্যাটসম্যান জেক ক্রোলী খেলেন কেন্টের হয়। আর পেসার সাকিব ও লেগ স্পিনার পার্কিনসন দুজনই খেলেন ল্যাঙ্কাশায়ারে।

১৫ সদস্যের ইংল্যান্ড টেস্ট দল: জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জেক ক্রোলি, স্যাম কুরান, জো ডেনলি, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ম্যাথু পার্কিনসন, ওলি পোপ, ডমিনিক সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস।

১৫ সদস্যের ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: এউইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, টম ব্যানটন, স্যাম বিলিংস, প্যাট ব্রোন, স্যাম কুরান, টম কুরান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেমস ভিন্স।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন