শিরোনাম

প্রচ্ছদ /   আজকের ফাইনাল ম্যাচে যে একাদশ চান কোচ ডোমিঙ্গো

আজকের ফাইনাল ম্যাচে যে একাদশ চান কোচ ডোমিঙ্গো

Avatar

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯

প্রিন্ট করুন

কদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে স্বাগতিক হওয়ার ফায়দা নিয়ে প্রতিপক্ষ বধে ফ্ল্যাট উইকেট করেছিলো বাংলাদেশ। তবে শেষপর্যন্ত হীতে বিপরীত হয়েছে। উল্টো খাবি খেতে হয়েছে আফগানিস্তানের স্পিনারদের খেলতে। আগামীকাল (মঙ্গলবার) ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে সেই আফগানিস্তানের মুখোমুখি হওয়ার জন্য এবার স্পিন ছেড়ে পেস অ্যাটাক দিয়ে নিজেদের রণকৌশল সাজাতে চাচ্ছে বাংলাদেশ দল।

টুর্নামেন্টের শুরুর দুই ম্যাচের জন্য প্রথমে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও পরে সেই বহরে যুক্ত করা হয় পেসার আবু হায়দার রনিকে। এরপর বেশ কয়েকটা রদবদল এনে পরের দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজের ফাইনালের জন্য অপরিবর্তিত সেই দল রেখে দেওয়া হয়েছে। যেখানে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন সহ আছে মোট চার পেসার।

চট্টগ্রামে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কিছুটা ঘাসের উইকেট পেয়েছিলো টাইগাররা। তাতে শফিউল-সাইফউদ্দিনরা ইনিংসের শুরুটা করেছিলেন দুর্দান্ত। সেকারণে ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের উইকেটেও রাখা হচ্ছে ঘাসের ছোঁয়া। যার ফলে ৪ পেসার নিয়েই মাঠে নামতে দেখা যেতে পারে বাংলাদেশ দলকে।

এই প্রসঙ্গে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের হেড কোচ রাসেও ডোমিঙ্গো বলেন, ‘একজন বাড়তি পেসার নিয়ে আমরা ১২ জনের দল গড়ব আজ। চূড়ান্ত সিদ্ধান্ত হবে উইকেট দেখে। আজকে উইকেটে বেশ খানিকটা ঘাস দেখা যাচ্ছে, যাতে বাউন্স মিলতে পারে। চার পেসার তাই ভালো বিকল্প হতে পারে।’

চার পেসার ভাবনা শুধু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্যই নয়। অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি, ‘আমাদের পরিকল্পনায় শুধু বাংলাদেশে হওয়া খেলার ব্যাপারে নয়। আমরা অবশ্যই আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও মাথা রেখেছি। অস্ট্রেলিয়ার উইকেটের কথা মাথায় রেখেই এগুচ্ছি আমরা। অস্ট্রেলিয়ায় আপনি কখনোই এক পেসার নিয়ে সফল হতে পারবেন না।’

বাংলাদেশের একাদশঃ
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন , শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন