শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ সময় অনুযায়ী এশিয়া কাপের পূর্ণাংগ সময়সূচী দেখেনিন

বাংলাদেশ সময় অনুযায়ী এশিয়া কাপের পূর্ণাংগ সময়সূচী দেখেনিন

Avatar

মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০১৯

প্রিন্ট করুন

আর দুই দিন বাদে অর্থাৎ আগামী ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপের। যেখানে এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সর্বমোট ৮টি দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে।

৫ তারিখে শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে আগামী ১৪ তারিখে। ১০ দিনের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের ১২ ম্যাচ আর ২টি সেমিফাইনাল, ১টি ফাইনাল মিলিয়ে সর্বমোট ম্যাচ সংখ্যা ১৫টি। যেখানে দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলার সুযোগ পাবে ।

টুর্নামেন্ট ৮টি দল যথাক্রমেঃ ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েত আছে গ্রুপ ‘এ’তে। অন্যদিকে ‘বি’গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপের পূর্ণাঙ্গ সময়সূচীঃ

গ্রুপ পর্ব ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ভারত বনাম কুয়েত, কলম্বো ক্রিকেট ক্লাব।

৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), পাকিস্তান বনাম আফগানিস্তান, পি সারা ওভাল।,৬ সেপ্টেম্বর (শুক্রবার), শ্রীলঙ্কা বনাম নেপাল, আর প্রেমাদা স্টেডিয়াম।

৬ সেপ্টেম্বর (শুক্রবার), বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত, কলম্বো।,৭ সেপ্টেম্বর (শনিবার), ভারত বনাম পাকিস্তান, তাইরোন ফার্নান্দো স্টেডিয়াম।

৭ সেপ্টেম্বর (শনিবার), আফগানিস্তান বনাম কুয়েত, আর প্রেমাদাসা স্টেডিয়াম।,৮ সেপ্টেম্বর (রবিবার), শ্রীলঙ্কা বনাম সংযুক্ত আরব আমিরাত, কলম্বো।,৮ সেপ্টেম্বর (রবিবার), বাংলাদেশ বনাম নেপাল, পি সারা ওভাল।

৯ সেপ্টেম্বর (সোমবার), ভারত বনাম আফগানিস্তান, কলম্বো ক্রিকেট গ্রাউন্ড।,৯ সেপ্টেম্বর (সোমবার), পাকিস্তান বনাম কুয়েত, তাইরোন ফার্নান্দো স্টেডিয়াম।

১০ সেপ্টেম্বর (মঙ্গলবার), শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, তাইরোন ফার্নান্দো স্টেডিয়াম।,১০ সেপ্টেম্বর (মঙ্গলবার), নেপাল বনাম সংযুক্ত আরব আমিরাত, কলম্বো।

সেমিফাইনাল ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ‘বি’ গ্রুপ রানার্সআপ, পি সারা ওভাল।,১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ‘এ’ গ্রুপ রানার্সআপ, তাইরোন ফার্নান্দো স্টেডিয়াম।

ফাইনাল ১৪ সেপ্টেম্বর (শনিবার), দুই সেমিফাইনাল বিজয়ী দল, আর প্রেমাদাসা স্টেডিয়াম।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।

এশিয়া কাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলঃ আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, আনিক সরকার, মাহমুদুল হাসান জয়, শামিম হোসেন, শাহাদত হোসেন, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুণ, শরিফুল ইসলাম, তানজীম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, মিনহাজুর রহমান ও আশরাফুল ইসলাম সিয়াম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন