সর্বশেষ হালনাগাদের আগে ইংল্যান্ড ছিল শীর্ষে। এছাড়া ভারত দ্বিতীয়, নিউজিল্যান্ড তৃতীয়, দক্ষিণ আফ্রিকা চতুর্থ, অস্ট্রেলিয়া পঞ্চম, পাকিস্তান ষষ্ঠ, বাংলাদেশ সপ্তম, উইন্ডিজ অষ্টম, শ্রীলঙ্কা নবম ও আফগানিস্তান দশম স্থানে ছিল। বিশ্বকাপের ম্যাচগুলোর উপর ভিত্তি করে হালনাগাদের পর এসেছে বেশ কিছু পরিবর্তন।
নতুন সংস্করণে অদলবদল হয়েছিল ভারত ও ইংল্যান্ডের স্থান কিন্তু বিশ্বকাপ জয়ের মাধ্যমে আবার ফিরে এসেছে তাদের পূর্বের নির্ধারইত শীর্ষ স্থানে। নিউজিল্যান্ড রয়েছে তৃতীয় স্থানেই। দক্ষিণ আফ্রিকাকে পাঁচে ঠেলে অস্ট্রেলিয়া এক ধাপ এগিয়ে উঠেছে চতুর্থ স্থানে। অপরিবর্তিত রয়েছে পাকিস্তান (ষষ্ঠ) ও বাংলাদেশের (সপ্তম) র্যাংকিং। উইন্ডিজকে নবম স্থানে পাঠিয়ে শ্রীলঙ্কা উঠে এসেছে অষ্টম স্থানে। আর দ্বাদশ বিশ্বকাপের সবচেয়ে ব্যর্থ দল আফগানিস্তান দশম স্থানেই রয়েছে।
আইসিসির সদস্য দুই দেশ জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের অবস্থানও অপরিবর্তিত রয়েছে। দল দুটি আছে যথাক্রমে একাদশ ও দ্বাদশ স্থানে।
একনজরে আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে র্যাংকিং (শীর্ষ ১২)
দল | ম্যাচ | পয়েন্ট | রেটিং (পরিবর্তন) |
ইংল্যান্ড | ৫১ | ৬৭৪৫ | ১২৫ (+১) |
ভারত | ৫০ | ৭০৭১ | ১২২ (-২) |
নিউজিল্যান্ড | ৩৭ | ৪২৮৩ | ১১২ (+২) |
অস্ট্রেলিয়া | ৪৭ | ৫২৪৭ | ১১১ (+৩) |
দক্ষিণ আফ্রিকা | ৪৫ | ৪৯০২ | ১০৯ (-২) |
পাকিস্তান | ৪৬ | ৪৩৩৯ | ৯৪ (+১) |
বাংলাদেশ | ৪১ | ৩৯৬৩ | ৮৬ (+১) |
শ্রীলঙ্কা | ৪৮ | ৩৭৫৪ | ৭৮ (+২) |
উইন্ডিজ | ৪৩ | ৩৩৩৫ | ৭৮ (০) |
আফগানিস্তান | ৩৮ | ২২৮৭ | ৬০ (-২) |
জিম্বাবুয়ে | ৩২ | ১৫৪৭ | ৪৮ (-৪) |
আয়ারল্যান্ড | ২৬ | ১১৭৪ | ৪৫ (০) |
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন