শিরোনাম

প্রচ্ছদ /   দেখেনিন এবারে বিদেশী তারকারা কে কোন দলের হয়ে বিপিএল মাতাবেন

দেখেনিন এবারে বিদেশী তারকারা কে কোন দলের হয়ে বিপিএল মাতাবেন

Avatar

শুক্রবার, আগষ্ট ২৩, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সূচি ঠিক রাখার জন্য এ বছরই হতে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর। বিপিএল গভর্নিং কাউন্সিলের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শেখ সোহেল জানান, সব ঠিক থাকলে এবারের বিপিএল শুরু হবে ৬ ডিসেম্বর। অর্থাৎ এক বছরেই হতে যাচ্ছে দুই বিপিএল।

তাছাড়া আসন্ন বিপিএলে ফের ফিরতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম তিন আসরে বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়। তবে নানা কারণে গেল তিন আসরে এ অনুষ্ঠান হয়নি। এবার আবার উদ্বোধনী অনুষ্ঠানের দেখা মিলতে পারে।

আসন্ন আসরকে কেন্দ্র করে ইতোমধ্যে বিদেশি প্লেয়ারদের সঙ্গে চুক্তির কাজ সেরে নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। সে ধারাবাহিকতায় বিপিএলের সপ্তম আসরের জন্য ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে দলে টেনেছে ঢাকা ডায়নামাইটস।

এদিকে সর্বোচ্চসংখ্যক শিরোপাজয়ী ফ্রাঞ্চাইজিটি আরো ভিড়িয়েছেন শেন ওয়াটাসনকে। অন্যদিকে সাউথ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান জেপি ডুমিনি খেলবেন রাজশাহী কিংসে।

এবার রংপুরের জার্সিতে বিপিএল মাতাতে অাসছেন সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের নায়ক পেস বোলিং অলরাউন্ডার বেনস্টোকস।সোর্সঃযমুনা নিউজ

নতুন আসর উপলক্ষ্যে এখন পর্যন্ত তিন-চার জনকে দলে ভিড়ানোর চূড়ান্ত তথ্য পাওয়া গেলেও গুঞ্জন রটেছে অন্তত ৩০ জন বিদেশিকে নিয়ে। চলুন দেখে নেওয়া যাক তারা কারা এবং কোন দল তাদের ডাকতে পারে।

ঢাকা ডায়নামাইটস: ১. ইয়ন মরগান (চূড়ান্ত) ২. আন্দ্রে রাসেল ৩. মিচেল স্টার্ক ৪. ডেভিড মিলার

রংপুর রাইডার্স: ১. বেন স্টোকস ২. এলেক্স হেলস ৩. রাইলে রুশো ৪. এবি ডি ভিলিয়ার্স ৫. মোহাম্মদ নবী

সিলেট সিক্সার্স: ১. জেসন রয় ২. ডেভিড ওয়ার্নার ৩. নিকোলাস পুরান ৪. মেট হেনরি

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:১. স্টিভ স্মিথ ২. গ্লেন ম্যাক্সওয়েল ৩. ইভেন লুইস ৪. শোয়েব মালিক

রাজশাহী কিংস: ১. জেপি ডুমিনি (চূড়ান্ত) ২. মো. হাফিজ ৫. মার্টিন গাপটিল ৬. ল্যারি ইভান্স ৭. পোলার্ড

খুলনা টাইটান্স: ১. শেন ওয়াটসন (চূড়ান্ত) ২. কার্লোস ব্রাথয়েট ৩. জফরা আর্চার ৪. ইমরান তাহির ৫. মালিঙ্গা ৬. জিমি নিশাম

চিটাগং ভাইকিংস: ১. এ্যারন ফিঞ্চ ছাড়া আর কোনো খবর পাওয়া যায়নি।

তবে এসব নাম কেবল গুঞ্জনের অংশবিশেষ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন