শিরোনাম

প্রচ্ছদ /   মাহমুদুলের সেঞ্চুরিতে ফাইনালে ৫০ ওভার শেষে ভারতকে বড় টার্গেট ছুড়ে দিল বাংলাদেশ

মাহমুদুলের সেঞ্চুরিতে ফাইনালে ৫০ ওভার শেষে ভারতকে বড় টার্গেট ছুড়ে দিল বাংলাদেশ

Avatar

রবিবার, আগষ্ট ১১, ২০১৯

প্রিন্ট করুন

ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। হোভে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার যুবারা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

ব্যাটিংয়ে নেমে ফাইনালে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার তানজিদ হাসান ও হোসাইন ইমন। ভারতীয় বোলারদের দেখে শুনে ব্যাটিং করার সাথে রানের চাকাও সচল রেখেছেন দুজনেই। ৭ ওভারেই অর্ধশতক পূরন করে বাংলাদেশ দল।

কিন্তু এরপরই দলীয় ৪৮ রানে তানজিদের বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। পরবর্তীতে মাহমুদুল হাসান জয়কে নিয়ে আবারো জুটি গড়েন ইমন। সেই সাথে ৫৬ বলে তুলে নেন অর্ধশতক। এরপর ইনিংস বড় করতে পারেননি তিনি। দলীয় ১২৩ রানে ব্যক্তিগত ৬০ রানে বিদায় নেন ইমন।

ব্যাটিংয়ে নেমে ০ রানেই বিদায় নেন হৃদয়। তিন নম্বরে নামা মাহমুদুল এগিয়ে নিয়ে যান দলকে। ধৈর্যশীল ব্যাটিংয়ে ৮২ বলে তুলে নেন অর্ধশতক। পরবর্তী ব্যাটিংয়ে নেমে তাকে দারুনভাবে সঙ্গ দেন শামিম হোসাইন। চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছে এই জুটি। ব্যক্তিগত শতকের দিকে এগুচ্ছেন মাহমুদুল হাসান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫০ ওভার শেষে বাংলাদেশ অ-১৯ দলের সংগ্রহ ১০ উইকেটে ২৬১ রান। মাহমুদুল হাসান ১০৮ ও শামিম ৩২ রানে করে আউট হন ।

বাংলাদেশ অ-১৯ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।শাহিন আলম।

ভারত অ-১৯ একাদশ: ইয়াশাভসি যাইসওয়াল, দিব্যআঁশ সাক্সেনা, প্রঙ্গেশ দুর্গেশ কানপিলেওয়ার, প্রিয়ম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুরেল, তিলক ভার্মা, শুভাং হেজ, পুরনাঙ্ক ত্যাগী, রাভি বিষণই, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন