ব্যাট এবং বল হাতে দীর্ঘদিন খেলেছেন ভারতীয় জাতীয় দলে। দুই ফরম্যাটেই বেশ তান্ডব দেখিয়েছেন ইরফান পাঠান। কিন্তু এখন যে ইরফান পাঠান অবসরে আছেন। এর মাঝেই কাশ্মীরে চলছে দাবানল। এর মাঝেই একটি টুইট দিয়ে বিপাকে পড়তে হয় ইরফান পাঠানকে।
এই পেস অলরাউন্ডার লিখেন, ‘আমার হৃদয় পড়ে রয়েছে কাশ্মীরে। ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় কাশ্মীরি ভাই-বোনদের সঙ্গেই রয়েছে আমার হৃদয় ও মন।’ সেই টুইটে হ্যাশ ট্যাগ হিসেবে তিনি লিখেন, #কাশ্মীর #কাশ্মীরআন্ডারথ্রেট।
এই টুইটের পরেই বেশ কিছু টুইটার ব্যবহারকারীর সমালোচনার মুখে পড়তে হয় ইরফানকে। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আক্রমণ করে এক ব্যবহারকারী লিখেন, ‘বড় বড় কথা বলে শেষে #কাশ্মীরআন্ডারথ্রেট লিখে নিজের জেহাদি মানসিকতাই বুঝিয়ে দিলেন ইরফান। কাশ্মীর ইজ নট আন্ডার থ্রেট। ইট ওয়াজ আন্ডার থ্রেট। এবারের স্বাধীনতা দিবসে কাশ্মীরের ওপর থেকে ৩৫ এ এবং ৩৭০ ধারা তুলে নেয়া হবে।’সংবিধানের এইধারা অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা বিশেষ মর্যাদার অধিকারী। এই আইনে ভারতের বাকি রাজ্যগুলোর বাসিন্দারা কাশ্মীরে বসবাস বা সম্পত্তি কিনতে পারবেন না।
এরপরের টুইটে পাঠান আবার লিখেন যে ,’ ‘অমরনাথ যাত্রীদের চলে যেতে বলা হয়েছে এবং যাত্রা বন্ধ করতে বলা হয়েছে। এর অর্থই হল, কাশ্মীরে আতঙ্কের পরিবেশ। সেই কারণেই নিরাপত্তার জোড়দার করা হয়েছে। নিজের নোংরা চিন্তাভাবনা বদলান। সব কথায় ধর্মকে টেনে আনবেন না। সব কথায় প্রমাণ চাওয়া থেকেও বিরত থাকুন। এটাই আপনাদের জন্য মানসিক শান্তি বয়ে আনবে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন