শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএল খেলতে বিসিবিকে যে ২ কঠিণ শর্ত দিল রংপুর

বিপিএল খেলতে বিসিবিকে যে ২ কঠিণ শর্ত দিল রংপুর

Avatar

সোমবার, আগষ্ট ৫, ২০১৯

প্রিন্ট করুন

অনেকটা হুট করেই রংপুর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছে। এরপরেই ঢাকা এর জন্য দোষারপ করে বিসিবিকে। তারপর শুরু হয়ে যায় সমালোচনার। বিপিএলের সকল চুক্তি বিসিবি এবার বাতিল করেছে রংপুরের সঙ্গে।

সাকিব আল হাসান ঢাকা ছেড়ে রংপুরে চুক্তিবদ্ধ হলেন তোলপাড় শুরু হয়ে ক্রিকেটাঙ্গনে। ঢাকা ডায়নামাইটসের দাবি সাকিব যে রংপুরে যাচ্ছেন জানতেনইনা তারা, তাদের সাথে চুক্তিরও বিচ্ছেদ ঘটেনি সাকিবের। এদিকে বর্তমান আইকন মাশরাফিকে না ছেড়েই সাকিবকে চুক্তিবদ্ধ করে বিতর্কিত হয় রংপুর রাইডার্স।

বিশেষ করে সাকিব-মাশরাফি দুজনকেই ধরে রাখতে চান বলে আগ্রহ প্রকাশের পর আরও বেশি তোপের মুখে পড়ে ফ্র‍্যাঞ্চাইজিটি।বিসিবির নতুন নতুন নিয়মে যারপরনাই বিরক্ত ঈশতিয়াক জানান প্রয়োজনে বিপিএলে অংশই নিবেনা রংপুর রাইডার্স, ‘এরকম হলে খেলা যায়না।

আমাদের খেলা না খেলা বড় কথা না। আমরা প্রতিবার ১৫-২০ কোটি টাকা খরচ করি অথচ তারা(বিসিবি) নতুন নতুন নিয়ম তৈরি করে। প্রয়োজনে আমরা খেলবনা। আরও অনেক দল আছে বিসিবির। তাদের নিয়েই টুর্নামেন্ট আয়োজন করুক। তাদেরকে একটি শর্ত হচ্ছে সাকিবকে দিতে হবে আগের চুক্তি অনুসারে, ২য় শর্ত হচ্ছে আগের চুক্তিগুলো রিটেইন করতে হবে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন