বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চলছে। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আজকের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষে ইংল্যান্ড।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৬ রান করে ইংল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৫৭ রান।
ইংল্যান্ডের হয়ে ১২২ রানে অপরাজিত ছিলেন জর্ডান কক্স। এছাড়াও জর্জ বাল্ডারসন ৫৬, জ্যাক হেইনেস ২৬, ড্যান মাউসলে ১৫, টম ক্লার্ক ১৩ রান করেন। বাংলাদেশের হয়ে রকিবুল ৩টি, সাকিব ২টি, অভিষেক ও রিশাদ ১টি করে উইকেট শিকার করেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, অভিষেক দাস, শাহীন আলম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন