শিরোনাম

প্রচ্ছদ /   কোরবানীর পশুর ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে যা করলেন পাকিস্তানী অধিনায়ক

কোরবানীর পশুর ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে যা করলেন পাকিস্তানী অধিনায়ক

Avatar

সোমবার, আগষ্ট ৫, ২০১৯

প্রিন্ট করুন

ঈদ-উল আযহা আসলে কোরবানির পশুর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন অনেকেই। ছবি ছাড়াও ভিডিও পোস্ট করেন অনেকেই। এ নিয়ে আলোচনা সমালোচনাও হয়। এই ট্রেন্ড থেকে বাদ যান না ক্রিকেটাররাও।

বিশেষ করে পাকিস্তানি ক্রিকেটাররা। আগেও দেখা গেছে কোরবানির পশুর ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন তারা। আবার এসব ছবি দেয়ার কারণে বিদ্রুপেরও শিকার হচ্ছেন অনেকেই। এবার পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বিদ্রুপের শিকার হলেন।

ঈদ-উল আযহা উপলক্ষে কেনা কোরবানির পশুর ছবি এবং ভিডিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া টুইটারে। সরফরাজ আহমেদের পোস্ট করা ছবি এবং ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেলো নেট দুনিয়ায়। শুধু তাই নয়, এ নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

তবে বাজে প্রতিক্রিয়া ব্যাক্ত করছে সবচেয়ে বেশি যারা সব সময় কোরবানির বিরোধীতা করেন, তারাই। সরফরাজ আহমেদের পোস্ট করা ভিডিও’র প্রতিবাধে তার ওপর কঠোর শাস্তি আরোপের দাবি পর্যন্ত জানিয়েছে প্রতিক্রিয়াশীলরা। সরফরাজ টুইটারে দুটি গরুর ছবি এবং ভিডিও প্রকাশ করে উর্দু ভাষায় লিখেছেন, ‘তৈয়ারিয়ান মুকাম্মাল হে.. স্টেজ সেট হে.., ঈদ-ই-কুরবান কা ইনতিজার। কুরবান হোনে কো হামারি বখরি ভি তৈয়ার আওর বেইতাব হে। আল্লাহ তায়ালা সব কি কুরবানি আওর তৈয়ারিয়ান কবুল ফরমায়ে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন